সৌদির পর্যটকদের জন্য ভ্যাট ফেরত প্রকল্প চালু

সৌদি আরবে পর্যটকদের ক্রয়কৃত পণ্য ও পরিষেবার উপর প্রদত্ত ১৫% মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রস্থানের সময় ফেরত দেয়া হবে। যাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ (ZATCA) এ বিষয়ে ভ্যাট প্রবিধানে সংশোধনী এনেছে, যা ১৮ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হয়েছে।
ZATCA জানিয়েছে, সংশোধনীতে বলা হয়েছে, পর্যটকদের জন্য যোগ্য পণ্য ও পরিষেবার উপর ভ্যাটের হার শূন্য শতাংশ হবে, এবং পরিষেবা প্রদানকারী কর্তৃক আরোপিত ভ্যাট পর্যটকদের দেশ ত্যাগের সময় ফেরত দেয়া হবে। কর্তৃপক্ষ এক বা একাধিক অনুমোদিত পরিষেবা প্রদানকারীকে এ ফেরত সুবিধা পরিচালনার দায়িত্ব দেবে, যারা ফেরত প্রক্রিয়ার নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে পর্যটকদের সঙ্গে যৌথভাবে দায়ী থাকবে।
ইলেকট্রনিক পরিষেবা আইন কার্যকর না হওয়া পর্যন্ত উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) দেশের পর্যটকদের GCC-বহির্ভূত পর্যটক হিসেবে বিবেচনা করা হবে। ফেরত প্রক্রিয়ার জন্য ZATCA-এর গভর্নরকে প্রয়োজনীয় শর্তাবলী নির্ধারণের অনুমতি দেয়া হয়েছে, যার মধ্যে রয়েছে:
- ফেরত প্রক্রিয়ার ধাপ ও শর্ত।
- পর্যটক হিসেবে বিবেচিত হওয়ার অতিরিক্ত যোগ্যতা।
- ফেরতযোগ্য পণ্য ও ন্যূনতম মূল্যের শর্ত।
- অনুমোদিত সরবরাহকারী এবং আবেদন জমার প্রয়োজনীয়তা।
অন্যদিকে, ভ্যাট প্রবিধানের সংশোধনীতে বলা হয়েছে, কোনো করযোগ্য ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম অন্যের কাছে হস্তান্তর করলে, হস্তান্তরের ৩০ দিনের মধ্যে ZATCA-কে জানাতে হবে, যদি না তিনি নিবন্ধন বাতিল করে থাকেন। নিবন্ধন বাতিল হলেও প্রয়োজনীয় রেকর্ড সংরক্ষণ এবং বকেয়া পরিশোধের দায়বদ্ধতা থাকবে। হস্তান্তর প্রক্রিয়া শর্ত পূরণ না করলে, সংশ্লিষ্ট পণ্য ও পরিষেবা করযোগ্য হিসেবে গণ্য হবে।
এ উদ্যোগ সৌদি আরবের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করবে এবং ২০৩০ সালের মধ্যে পর্যটনকে জিডিপির ১০% অবদানকারী খাতে পরিণত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সবার দেশ/কেএম