Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৪, ২৪ এপ্রিল ২০২৫

তরুণদের ভেপিং কমাতে নতুন পদক্ষেপ

যুক্তরাজ্যে ডিসপোজেবল ই-সিগারেট নিষিদ্ধ 

যুক্তরাজ্যে ডিসপোজেবল ই-সিগারেট নিষিদ্ধ 
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য সরকার ২০২৫ সালের ১ জুন থেকে একবার ব্যবহারযোগ্য (ডিসপোজেবল) ই-সিগারেট বিক্রি ও সরবরাহ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। এ সিদ্ধান্ত নেয়া হয়েছে পরিবেশ রক্ষা এবং তরুণদের মধ্যে ভেপিংয়ের উদ্বেগজনক বৃদ্ধির কারণে।

গবেষণায় দেখা গেছে, নিষেধাজ্ঞার ঘোষণার পর থেকে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ডিসপোজেবল ভেপ ব্যবহার প্রায় অর্ধেকে নেমে এসেছে, ৬৩% থেকে ৩৫% এ। তবে মোট ভেপ ব্যবহারকারীর সংখ্যা স্থিতিশীল থেকে গেছে কারণ অনেকেই ডিসপোজেবল থেকে রিফিলেবল ও রিচার্জেবল ভেপে সরে যাচ্ছেন।

সরকারের এ পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো:

  • পরিবেশ সংরক্ষণ: ডিসপোজেবল ভেপগুলি পুনর্ব্যবহারযোগ্য নয়, ফলে এগুলো ল্যান্ডফিল ও প্রাকৃতিক পরিবেশে দূষণ সৃষ্টি করে।
  • তরুণদের স্বাস্থ্য সুরক্ষা: কিশোরদের মধ্যে ভেপিংয়ের হার দ্রুত বেড়ে যাওয়ায় তাদের নিকোটিন আসক্তি ও স্বাস্থ্যঝুঁকি কমানো।

NHS-এর ডা. হেলেন ওয়াল বলেছেন, ভেপিং ধূমপান ত্যাগের জন্য কার্যকর উপায় হলেও যারা কখনো ধূমপান করেননি, বিশেষ করে তরুণরা ভেপিং শুরু করলে তা ক্ষতিকর হতে পারে। তরুণদের মধ্যে আসক্তি, মনোযোগের অভাব ও শেখার ক্ষমতার ক্ষতি হতে পারে।

ভেপ প্রস্তুতকারকরা নিষেধাজ্ঞার আগে থেকেই জনপ্রিয় ডিসপোজেবল মডেলের রিচার্জেবল সংস্করণ বাজারে এনেছে, যা তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করেন, তরুণদের মধ্যে ভেপিং কমানোর জন্য সরকারকে আরও কঠোর নিয়মাবলী প্রণয়ন করতে হবে, তবে ধূমপান ত্যাগের জন্য ভেপিংয়ের গুরুত্বও অগ্রাহ্য করা যাবে না।

যুক্তরাজ্যে ডিসপোজেবল ই-সিগারেট নিষিদ্ধের মাধ্যমে পরিবেশ রক্ষা ও তরুণদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে বড় পদক্ষেপ নেয়া হয়েছে। নিষেধাজ্ঞার প্রভাব হিসেবে তরুণদের মধ্যে ডিসপোজেবল ভেপ ব্যবহার কমলেও মোট ভেপিংয়ের হার স্থিতিশীল থাকায়, ভেপ ব্যবহারকারীরা রিফিলেবল ভেপে সরে যাচ্ছে। ভবিষ্যতে এ নীতির প্রভাব পর্যবেক্ষণ করা হবে। সূত্র: বিবিসি

সবার দেশ/কেএম