Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮, ২৬ এপ্রিল ২০২৫

সিন্ধু নদ নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে

সিন্ধুতে হয় পানি বইবে, না হয় রক্ত: বিলাওয়াল ভুট্টো

সিন্ধুতে হয় পানি বইবে, না হয় রক্ত: বিলাওয়াল ভুট্টো
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন উত্তেজনার মধ্যে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সিন্ধু নদের পানি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, সিন্ধু নদে হয় পানি বইবে, নাহয় ভারতীয়দের রক্ত।

এ মন্তব্য তিনি শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) সিন্ধু প্রদেশের সুক্কুরে এক জনসভায় প্রকাশ করেন। তার এ হুঁশিয়ারি ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত এবং পাকিস্তানে পানি প্রবাহ বন্ধের হুমকির প্রেক্ষাপটে এসেছে।

বিলাওয়াল ভুট্টোর বক্তব্য:

  • সিন্ধু নদের দাবি: বিলাওয়াল দাবি করেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরি পাকিস্তানিরা এবং তারা কখনোই এ নদের ওপর দাবি ছাড়বে না। তিনি ভারতের পানি নিয়ন্ত্রণের চেষ্টাকে ‘ডাকাতি’ হিসেবে অভিহিত করেছেন।
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন: তিনি বলেন, পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারতের একতরফা সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
  • ভারতের ব্যর্থতা: বিলাওয়াল অভিযোগ করেন, ভারত ভিত্তিহীন অভিযোগ তুলে নিজেদের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে এবং ১৯৬০ সালের ঐতিহাসিক চুক্তি বাতিলের পথে হাঁটছে।

ভারতের অবস্থান:

ভারতের জলশক্তি মন্ত্রী সিআর পাতিল জানিয়েছেন, পাকিস্তানে ‘এক ফোঁটা পানি’ প্রবাহিত হতে দেয়া হবে না। এ সিদ্ধান্ত পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির (সিসিএস) বৈঠকে নেয়া হয়েছে, যেখানে পাকিস্তানের সীমান্তপার সন্ত্রাসবাদে মদত দেয়ার অভিযোগ তোলা হয়। এছাড়া, ভারত গুজরাটে ৫৫০ জনেরও বেশি কথিত অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করেছে, যা অঞ্চলটিতে নিরাপত্তা উদ্বেগকে আরও তীব্র করেছে।

সিন্ধু নদ নিয়ে ভারত-পাকিস্তান বিরোধ দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক গতিশীলতার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিলাওয়ালের হুঁশিয়ারি এবং ভারতের কঠোর অবস্থান উভয় দেশের মধ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। 

সবার দেশ/কেএম