Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২২, ২৭ এপ্রিল ২০২৫

লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভারতীয়দের হামলা

লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভারতীয়দের হামলা
লন্ডনস্থ পাকিস্তান দূতাবাস ভবনের কাচ ভেঙে গেছে। ছবি: সংগৃহীত

লন্ডনে পাকিস্তান হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৭ এপ্রিল, ২০২৫) পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়। লন্ডন প্রতিনিধি মুর্তজা আলী শাহ জানান, ভারতীয়দের হামলায় হাইকমিশনের জানালার কাচ ভেঙে যায় এবং ভবনের দেওয়াল ও ফলকে গেরুয়া রঙ ছিটানো হয়। এতে দূতাবাসের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এর একদিন আগে, শুক্রবার (২৬ এপ্রিল), পাকিস্তান হাইকমিশনের সামনে শতাধিক ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা বিক্ষোভ করেন। এ সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় পুলিশ দুজনকে গ্রেফতার করে। বিক্ষোভের সময় পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তা, কর্নেল তৈমুর রাহাত, ভারতীয় বিক্ষোভকারীদের উদ্দেশে গলা কাটার ইঙ্গিত ও ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্ধমানের ছবি সংবলিত পোস্টার প্রদর্শন করেন, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

রোববার পাকিস্তান হাইকমিশনের সামনে পাকিস্তান সমর্থকদের পাল্টা সমাবেশ হয়। এতে ভারতের অভিযোগমূলক কূটনীতির নিন্দা জানানো হয়।

এ ঘটনার পটভূমি হলো ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলা, যাতে ২৫ ভারতীয় ও এক নেপালি পর্যটক নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের দায়ী করে সাতটি কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে ইন্দাস জলচুক্তি স্থগিত, অটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং দুই দেশের দূতাবাসের কর্মী সংখ্যা হ্রাস। পাকিস্তানও পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ, বাণিজ্য স্থগিত এবং ভারতীয় কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দিয়েছে।

হামলার ঘটনা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও তীব্র করেছে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তান মিলিটারি একাডেমির এক অনুষ্ঠানে বলেন, পাকিস্তান আত্মরক্ষায় সক্ষম এবং যে কোনো বহিরাগত হুমকি মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত। তিনি পাকিস্তানের ঐতিহাসিক ত্যাগ ও জাতীয় পরিচয়ের ওপর জোর দিয়ে বলেন, দেশের জনগণ ও সেনাবাহিনী মাতৃভূমি রক্ষায় ঐক্যবদ্ধ। 

সবার দেশ/কেএম