Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৮, ২৮ এপ্রিল ২০২৫

কাশ্মীর হামলার সন্দেহভাজনদের বাড়ি গুঁড়িয়ে দিলো ভারতীয় সেনা

কাশ্মীর হামলার সন্দেহভাজনদের বাড়ি গুঁড়িয়ে দিলো ভারতীয় সেনা
ছবি: সংগৃহীত

কাশ্মীরে সাম্প্রতিক বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ হামলার ঘটনায় সন্দেহভাজনদের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। শনিবার ভারতীয় গণমাধ্যম এবং আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

ভারতীয় পুলিশ জানিয়েছে, হামলাকারীরা পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) এক শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের (টিআরএফ) সদস্য। তবে পাকিস্তান সরকার এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।  

গত মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় অন্তত ২৬ জন নিহত হয়। এ হামলার পর গোটা উপত্যকায় নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান শুরু করে।  

পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজনদের মধ্যে কাশ্মীরি বিদ্রোহী আদিল হুসেন থোকার এবং পাকিস্তানি নাগরিক ‘আলী ভাই’ ও হাশিম মুসা রয়েছেন। এছাড়া আরেক কাশ্মীরি বিদ্রোহী আশিফ শেখকেও খুঁজছে ভারতীয় বাহিনী। এদের সন্ধানে ইতিমধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং প্রত্যেকের তথ্যদাতার জন্য ২০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে।  

হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকায় আশিফ শেখের বাড়ি ঘিরে ফেলে সেনারা। তার বোন ইয়াসমিনা জানান, গভীর রাতে সেনারা মাটির দেয়াল টপকে বাড়িতে ঢুকে পড়ে এবং কিছুক্ষণ পর ভয়াবহ বিস্ফোরণে পুরো বাড়িটি ধসে পড়ে। বিস্ফোরণের সময় বাড়িতে কেউ ছিলেন না।  

একইভাবে শুক্রবার ভোরে বিজবেহারা এলাকায় আদিল হুসেন থোকারের পারিবারিক বাড়িটিও গুঁড়িয়ে দেয়া হয়। ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, দুজনই বিগত তিন-চার বছর ধরে সক্রিয় ছিলেন এবং নিরাপত্তা বাহিনীর ওপর অতীতেও হামলার সঙ্গে যুক্ত ছিলেন।  

কাশ্মীর অঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর এটি বিগত দুই দশকের মধ্যে অন্যতম ভয়াবহ হামলা বলে মনে করা হচ্ছে। হামলার জন্য দোষীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী সর্বাত্মক অভিযান পরিচালনা করছে।  

এ ঘটনায় সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।  

সবার দেশ/কেএম