Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২১, ২৮ এপ্রিল ২০২৫

নিহতের সংখ্যা বেড়ে ৪০, আহত ১২০০

ইরানের বন্দরে বিস্ফোরণের নেপথ্যে কী ইসরায়েল?

ইরানের বন্দরে বিস্ফোরণের নেপথ্যে কী ইসরায়েল?
ছবি: সংগৃহীত

ইরানের বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে গত শনিবার (২৬ এপ্রিল ২০২৫) ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১২০০-এর বেশি মানুষ। ইরান ইন্টারন্যাশনালের খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের একজন সংসদ সদস্য মোহাম্মদ সেরাজ এ বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করে দাবি করেছেন, এটি পূর্বপরিকল্পিত নাশকতা। তিনি বলেন, কনটেইনারে বিস্ফোরক স্থাপন করা হয়েছিলো এবং স্যাটেলাইট বা টাইমারের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। তবে ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করেছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দর মোমেনি জানিয়েছেন, শনিবার দুপুর ১২:০৪ মিনিটে ছোট একটি আগুন থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়, যা এক মিনিটের মধ্যে ছড়িয়ে পড়ে। তবে আগুনের উৎস এখনো অজানা। বিপরীতে, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেন জাফারি বলেছেন, কনটেইনারে রাসায়নিক পদার্থের দুর্বল সংরক্ষণের কারণে বিস্ফোরণ ঘটেছে এবং নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বিস্ফোরণের তীব্রতা এতটাই প্রবল ছিলো যে, ৫০ কিলোমিটার দূর থেকেও এটি অনুভূত হয়। আশপাশের ভবনের জানালা ভেঙে গেছে, ছাদ ধসে পড়েছে এবং গাড়ি পুড়ে গেছে। বিষাক্ত ধোঁয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষক ফারজিন নাদিমি বলেছেন, নাশকতার সম্ভাবনা এখনো উড়িয়ে দেয়া যায় না। শহীদ রাজাই বন্দর, হরমুজ প্রণালির কাছে অবস্থিত, বিশ্বের তেল বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ, যেখানে বছরে ৮০ মিলিয়ন টন পণ্য পরিচালিত হয়।

ইরান সরকার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এবং সোমবার (২৮ এপ্রিল) জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, বিবিসি, এএফপি, আইএলএনএ 

সবার দেশ/কেএম