পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
মোদিকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করবো: খাজা আসিফ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেয়া হয়, তবে পাকিস্তান তাকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করবে।
রোববার (২৭ এপ্রিল ২০২৫) জিও নিউজের এক প্রতিবেদনে তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ এবং ভারতের যেকোনো আগ্রাসনের জবাব পুলওয়ামার মতো শক্তভাবে দেয়া হবে।
আসিফ সতর্ক করে বলেন, দুই পরমাণু শক্তিধর দেশের সংঘর্ষ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য গুরুতর হুমকি। তিনি জানান, বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনা হয়েছে এবং তারা চাইলে তদন্ত করতে পারে। তবে তিনি হুঁশিয়ার করে বলেন, পরিস্থিতি উত্তপ্ত হলে আমাদের থামানো যাবে না।
তিনি অভিযোগ করেন, মোদি মিথ্যা প্রচারণার জন্য পরিচিত এবং পুলওয়ামা ঘটনার সময়ও একই কৌশল গ্রহণ করেছিলেন। আসিফ জোর দিয়ে বলেন, পাকিস্তান শক্তিশালী এবং প্রয়োজনে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।
সম্প্রতি জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ভারত তদন্ত ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ১৯৬০ সালের সিন্ধু পানিবন্টন চুক্তি স্থগিত করেছে। পাকিস্তান এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জানিয়েছে, পানি তাদের ‘প্রাণরসায়ন’ এবং এটি বন্ধ করা যুদ্ধ ঘোষণার সমান।
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি সতর্ক করে বলেছে, পানির প্রবাহে বাধা সৃষ্টি করা হলে তা গুরুতর পরিণতি ডেকে আনবে। আসিফ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়ে বলেছেন, রাশিয়া, চীন বা পশ্চিমা দেশগুলো এ হামলার সত্যতা যাচাই করতে পারে।
ইরান উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের, তবে তারা এটি সমাধান করবে।
সূত্র: জিও নিউজ, ডন, রয়টার্স, আল জাজিরা
সবার দেশ/কেএম