Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৮, ২৯ এপ্রিল ২০২৫

ভারতকে হুমকি শিখ নেতার

পাকিস্তানের পাশে ২ কোটি শিখ: পান্নুন

পান্নুন বলেন, পাকিস্তানের বিরুদ্ধে কিছু করার সাহস ভারতের নেই। ২ কোটি শিখ পাকিস্তানের পাশে আছে। ভারতীয় সেনাবাহিনী পঞ্জাব পেরিয়ে পাকিস্তানে ঢুকতে পারবে না। পহেলগাম হামলা ভারতের ‘মিথ্যা নাটক’, যা রাজনৈতিক স্বার্থে সাজানো হয়েছে।

পাকিস্তানের পাশে ২ কোটি শিখ: পান্নুন
ছবি: সংগৃহীত

অধিকৃত কাশ্মীরে পহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। এ পরিস্থিতিতে খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুন পাকিস্তানের পক্ষে এসে ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

একটি ভিডিও বার্তায় পান্নুন বলেন, পাকিস্তানের বিরুদ্ধে কিছু করার সাহস ভারতের নেই। ২ কোটি শিখ পাকিস্তানের পাশে আছে। ভারতীয় সেনাবাহিনী পঞ্জাব পেরিয়ে পাকিস্তানে ঢুকতে পারবে না। 

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দিয়ে বলেন, যে পাকিস্তানকে আক্রমণ করবে, তার পরিণতি খারাপ হবে—সে ইন্দিরা গান্ধি হোক, মোদি হোক বা অমিত শাহ। পান্নুন আরও দাবি করেন, পহেলগাম হামলা ভারতের ‘মিথ্যা নাটক’, যা রাজনৈতিক স্বার্থে সাজানো হয়েছে।

পান্নুন পাকিস্তানকে ‘পবিত্রতার প্রতীক’ আখ্যা দিয়ে বলেন, পাকিস্তান কখনোই আগ্রাসন শুরু করে না। এটি ২০২৫, ১৯৬৫ বা ১৯৭১ নয়। ভারতে শিখ ও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে। এখন বদলা নেয়ার সময়। তিনি মোদি, অমিত শাহ, অজিত ডোভাল ও জয়শঙ্করের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে শাস্তির দাবি জানান।

এর আগে একটি পাকিস্তানি সংবাদমাধ্যমে পান্নুন বলেছিলেন, পাকিস্তানের চিন্তার কিছু নেই। আমরা ২ কোটি শিখ ভারত ও পাকিস্তানের মাঝে বসে আছি। আমরা খালিস্তান গঠনের জন্য প্রস্তুত। তিনি দীর্ঘদিন ধরে পঞ্জাবকে ভারত থেকে বিচ্ছিন্ন করে খালিস্তান রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে আসছেন।

পান্নুন ‘শিখ ফর জাস্টিস’ (এসএফজে)-এর নেতা এবং খলিস্তান আন্দোলনের প্রচারক। ভারত তাকে সন্ত্রাসী ঘোষণা করেছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।

সবার দেশ/কেএম