Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩০, ৩০ এপ্রিল ২০২৫

চীনে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২২

চীনে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২২
ছবি: সংগৃহীত

চীনের উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের লিয়াওইয়াং শহরের একটি রেস্তোরাঁয় মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) দুপুর ১২:২৫ মিনিটে (স্থানীয় সময়) ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন। 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে জানা গেছে, আবাসিক এলাকায় অবস্থিত রেস্তোরাঁটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকে পালাতে ব্যর্থ হন।

আগুন নিয়ন্ত্রণে ২২টি অগ্নিনির্বাপক যান এবং ৮৫ জন দমকলকর্মী মোতায়েন করা হয়। লিয়াওনিং প্রদেশের ক্ষমতাসীন কমিটির সেক্রেটারি হাও পেং জানান, উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। আগুনের কারণ এখনও অজানা, তবে রেস্তোরাঁর ব্যবস্থাপককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে, এবং তদন্ত চলছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনাকে ‘গভীরভাবে মর্মান্তিক’ আখ্যায়িত করে আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারের জন্য সহায়তা এবং দায়ীদের শাস্তির জন্য দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি মে দিবসের ছুটির আগে জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা জোরদার ও নিরাপত্তা পরীক্ষা বাড়ানোর আহ্বান জানান।

চীনে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক মারাত্মক অগ্নিকাণ্ড ঘটেছে। এ বছরের এপ্রিলে হেবেই প্রদেশে একটি বৃদ্ধাশ্রমে আগুনে ২০ জন নিহত হন। ২০২৪ সালে হেবেইতে একটি রেস্তোরাঁয় গ্যাস লিকজনিত বিস্ফোরণে ২ জন নিহত ও ২৬ জন আহত হন, এবং শেনজেনে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। এ ঘটনা দেশটিতে অগ্নিনিরাপত্তা বিধি মানার প্রশ্ন তুলেছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রেস্তোরাঁর নিচতলায় উজ্জ্বল কমলা শিখা এবং ঘন ধোঁয়া বের হচ্ছে, এবং প্যারামেডিকরা আহতদের স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন।

লিয়াওইয়াং, চীনের ‘রাস্ট বেল্ট’ অঞ্চলের একটি শহর, যা একসময় শিল্পকেন্দ্র ছিল কিন্তু বর্তমানে অর্থনৈতিক অবনতি ও জনসংখ্যা হ্রাসের মুখোমুখি। এ ঘটনা শহরের জন্য আরেকটি দুঃখজনক ধাক্কা।

সূত্র: সিনহুয়া, সিসিটিভি, রয়টার্স, সাউথ চায়না মর্নিং পোস্ট

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত -এনসিপির বৈঠক
জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামান
হাদিকে গুলি করা ফয়সাল যেভাবে জামিন পেলেন
হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কার আটক করলো ইরান
কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৪৫ জন উদ্ধার
শ্বাস নিতে পারছেন হাদি, জানালেন ফাহিম ফারুকী
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, গ্রেফতারের প্রস্তুতি
হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’
হাদির ব্রেইন স্টেমে ‘ম্যাসিভ ইনজুরি’, সংকটময় ৭২ ঘণ্টা
হাদিকে দেখতে হাসপাতালে ছুটলেন তিন উপদেষ্টা
হাদির ওপর হামলা নির্বাচন বানচালের নীলনকশা: গণতান্ত্রিক সংস্কার জোট
হাদির পরিবারের পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
ভারত থেকে ৮০ জন আততায়ী অনুপ্রবেশ করেছে দেশে
হাদির পরিবারকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার
জুলাইযোদ্ধাদের সুরক্ষা ছাড়া ইউনূসের সাফল্য ‘থ্রি জিরো’