Advertisement

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯, ৩১ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সিস্টেম হ্যাক করেছে চীন

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সিস্টেম হ্যাক করেছে চীন
ছবি: সংগৃহীত

মার্কিন ট্রেজারি বিভাগের সিস্টেম হ্যাক করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। তাদের অভিযোগ, চীন রাষ্ট্রীয়ভাবে হ্যাকার নিয়োগ দিয়ে এ সাইবার আক্রমণটি করিয়েছে। চীনের হ্যাকাররা ট্রেজারি বিভাগের সিস্টেমে প্রবেশ করে কর্মকর্তাদের ওয়ার্কস্টেশন এবং গোপনীয় নথিগুলোতে প্রবেশ করেছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র, যিনি দাবি করেছেন যে, এসব অভিযোগ কোনো ভিত্তি ছাড়াই তোলা হয়েছে।

এ হ্যাকিংয়ের ঘটনা ডিসেম্বরের শুরুতে ঘটেছে, তবে বিষয়টি তখন গোপন রাখা হয়। পরে সংশ্লিষ্ট বিভাগের আইন প্রণেতাদের কাছে চিঠি পাঠানোর পর এ ঘটনা প্রকাশ্যে আসে।

সবার দেশ/এওয়াই