Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:৫০, ২২ ডিসেম্বর ২০২৪

কোটি ডলার পুরস্কার বাতিল করল যুক্তরfষ্ট্র

জোলানির মাথার দরপতন 

জোলানির মাথার দরপতন 
ছবি: সংগৃহীত

বাশার আল-আসাদকে হটিয়ে দেশটি দখল করা সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আহমেদ আল-শারা ওরফে আবু মুহাম্মদ আল-জোলানির মাথার বিনিময়ে ঘোষিত কোটি টাকার পুরস্কার প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে বৈঠকের জন্য দামেস্কে গেছেন মার্কিন প্রতিনিধিদল। সেখানে সিরিয়ার নতুন নেতার সঙ্গে বৈঠকের পরেই এমন ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্র দফতরের শীর্ষ কর্মকর্তা বার্বারা লিফ।

আরও পড়ুন>> ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জন নিহত

লিফ বলেন, শুক্রবার (২০ ডিসেম্বর) সিরিয়ার নেতাদের সঙ্গে আলোচনার সময় ভালো বার্তা পাওয়া গেছে। এরপরেই জোলানির মাথার ওপর ১ কোটি ডলারের যে পুরস্কার তা তুলে নেয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। এছাড়া আলোচনায় সিরিয়ার কোনো গোষ্ঠী যেন বহির্বিশ্বের জন্য হুমকি না হয়ে উঠতে পারে- এ বিষয়ে জোর দেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

এইচটিএসের আন্দোলন ও আক্রমণের নেতৃত্বে গত ৮ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটে। মাত্র ১২ দিনের ঝড়ো আক্রমণে আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়: