Advertisement

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫, ৩ জানুয়ারি ২০২৫

একযুগ পর ফেব্রুয়ারিতে ঢাকা আসবেন ইসহাক দার

বাংলাদেশ সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফর করবেন, যা দুই দেশের মধ্যে সম্পর্কের উষ্ণতা এবং সম্পর্কের উন্নতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, এটি ২০১২ সালের পর প্রথমবার পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। এ সফর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে।

এছাড়া, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আমন্ত্রণে তিনি ঢাকা সফর করবেন এবং পাকিস্তানের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ গ্রহণ করেছেন। 

২০১২ সালের পর পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিনা রব্বানি খার সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলেন। তার পর থেকে আওয়ামী লীগ সরকার এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের কিছু টানাপোড়েন ছিল। বিশেষ করে ভারতের মোদী সরকারের সাথে সম্পর্কের কারণে শেখ হাসিনা বিভিন্ন সময়ে পাকিস্তানের বাংলাদেশ সফরের একাধিক প্রচেষ্টার প্রতিদান দেননি। তবে, গত বছরের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর এবং ভারতে আশ্রয় নেওয়ার পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে।

দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কেরও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, যেমন পাকিস্তানি পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং সমুদ্রপথে সরাসরি বাণিজ্য শুরু করা। পাকিস্তান বাংলাদেশের প্রতি সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে এবং বাংলাদেশকে "ভ্রাতৃত্বপূর্ণ দেশ" হিসেবে অভিহিত করেছে।

সবার দেশ/এওয়াই