Advertisement

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৮, ৬ জানুয়ারি ২০২৫

গাজা যুদ্ধে ব্যর্থতা

ইসরাইলি শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার পদত্যাগ

ইসরাইলি শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার পদত্যাগ
ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধে ব্যর্থতার দায়ে ইসরাইলের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা পদত্যাগ করেছেন। যদিও ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে যে, তিনি গাজা যুদ্ধে ইসরাইলি শাসনের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণে পদত্যাগ করেছেন। বিশেষ করে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল বা পরাজিত করতে না পারা ছিল তার পদত্যাগের প্রধান কারণ।

এটি ইসরাইলের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে গত কয়েক মাসে ঘটে যাওয়া একাধিক পদত্যাগের অংশ। এর মধ্যে উল্লেখযোগ্য হল, ইসরাইলের উত্তর গাজা ব্রিগেডের কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল হাইম কোহেন এবং গোয়েন্দা কর্মকর্তা আভি রোসেনফেল্ডের পদত্যাগ।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি বাহিনী গাজায় হামলা শুরু করে, যার উদ্দেশ্য ছিল হামাসকে নিশ্চিহ্ন করা। তবে, গাজায় এক বছরের বেশি সময় ধরে চলা ইসরাইলের আগ্রাসনে ৪৫ হাজার ৮০৫ জনেরও বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে, তবুও হামাস এখনও সক্রিয় রয়েছে এবং ইসরাইলি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে লিপ্ত। হামাস দখলদার শাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সবার দেশ/এওয়াই