Advertisement

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৬, ৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ১১:৪০, ৭ জানুয়ারি ২০২৫

জালিয়াতির অভিযোগে তদন্ত, চীন সফর বাতিল 

টিউলিপ সিদ্দিকের আত্মসমর্পণ

টিউলিপ সিদ্দিকের আত্মসমর্পণ
ছবি: সংগৃহীত

বৃটিশ সিটি মন্ত্রী ও আর্থিক খাতে দুর্নীতি মোকাবিলার দায়িত্বে থাকা এমপি টিউলিপ সিদ্দিক তার নিজের বিরুদ্ধে অভিযোগের ঘটনায় প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র উপদেষ্টার কাছে আত্মসমর্পণ করেছেন। লন্ডনে সম্পত্তি ব্যবহারকে ঘিরে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। সোমবার (৬ জানুয়ারি) ১০ নম্বর ডাউনিং স্ট্রীট টিউলিপের আত্নসমর্পনের বিষয়টি নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে দ্য টেলিগ্রাফ। 

টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের লেবার পার্টির সদস্য এবং মন্ত্রী। সম্প্রতি বাংলাদেশের দুর্নীতির তদন্তে নাম জড়ানোর পরমন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছেন। সোমবার (৬ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, টিউলিপ সিদ্দিকের নির্ধারিত চীন সফর বাতিল করা হয়েছে এবং তিনি প্রধানমন্ত্রীর নীতি উপদেষ্টার কাছে নিজেকে পেশ করেছেন।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রী হিসেবে আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন টিউলিপ। সে হিসেবে চলতি সপ্তাহে চীনে যাওয়া ট্রেজারি প্রতিনিধি দলে যোগ দেওয়ার কথা ছিল তার। তবে এখন তিনি যুক্তরাজ্যেই থাকবেন।

তাকে অর্থমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর দাবি উঠেছে। টিউলিপ সিদ্দিক বলেছেন, তিনি এসব সম্পত্তি অবৈধভাবে পাননি, তবে কখনো কখনো বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, যা তদন্তকারীদের সন্দেহের জন্ম দিয়েছে।

যদিও তিনি দাবি করেছেন যে এসব ফ্ল্যাট অবৈধ নয়। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নীতি উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস তার বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত করবেন। যদি টিউলিপ সিদ্দিক এসব সম্পত্তি গ্রহণের বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে না পারেন, তবে তাকে মন্ত্রিত্ব হারাতে হতে পারে।

এছাড়া, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) বর্তমানে টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ৯ প্রকল্পে প্রায় ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে, যা আরো একটি গুরুতর বিষয় হয়ে উঠেছে।

সবার দেশ/এওয়াই