Advertisement

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৬, ৭ জানুয়ারি ২০২৫

কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্য করার প্রস্তার ট্রাম্পের

কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্য করার প্রস্তার ট্রাম্পের
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের কয়েক ঘণ্টা পর, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কানাডাকে আবারো পুরনো প্রস্তাব দিয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি মন্তব্য করে বলেন, কানাডার জনগণ চান তাদের দেশ আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠুক।

ট্রাম্পের দাবি, কানাডার জন্য যে বিরাট বাণিজ্য ঘাটতি ও ভর্তুকি দেয়া প্রয়োজন, তা আর সহ্য করা সম্ভব নয়। এ কারণেই ট্রুডো পদত্যাগ করেছেন।

ট্রাম্প আরও বলেন, যদি কানাডা আমেরিকার অংশ হয়, তাহলে সেখানে কোনো শুল্ক থাকবে না, কর কমে যাবে এবং তারা রাশিয়া ও চীনের কাছ থেকে সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে। একসঙ্গে, এটি একটি মহান জাতি হবে।

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এমনকি ট্রুডোকে আমেরিকার গভর্নর হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি, তবে ট্রুডো সে প্রস্তাব খারিজ করেন। ২০১৭-২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের প্রেসিডেন্ট পদে থাকা সময়েও ট্রুডো ও ট্রাম্পের সম্পর্ক খুব একটা ভালো ছিল না।

এছাড়া ট্রাম্প কানাডাকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি কানাডা সীমান্ত থেকে অবৈধ মাদক ও অভিবাসীদের পাঠানো বন্ধ না করে, তবে কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের দাবি, অনেক কানাডিয়ান চান কানাডা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাক। কারণ, এতে কর ও সামরিক সুরক্ষার খরচ বাঁচানো যাবে।

ডনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কানাডাকে আবারো তার ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যদিও কানাডার সরকার ও জনগণ এটি বেশিরভাগ সময়েই প্রত্যাখ্যান করে আসছে।

সবার দেশ/এওয়াই