হাই রেড অ্যালার্ট জারি
সৌদি আরবে নজিরবিহীন বৃষ্টি-বন্যা
সৌদি আরবে মুষলধারে বৃষ্টিপাত এবং বন্যার পরিস্থিতি অত্যন্ত গুরুতর। সম্প্রতি, মক্কা এবং মদিনার মতো পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে 'হাই রেড অ্যালার্ট' জারি করা হয়েছে। এ বন্যার কারণে বেশ কিছু শহরের রাস্তাঘাট তলিয়ে গেছে এবং আশেপাশের এলাকাগুলোর মধ্যে পানি ছড়িয়ে পড়েছে।
এদিকে, সৌদি আরবের পূর্বাঞ্চলেও 'হাই রেড অ্যালার্ট' জারি করা হয়েছে, এবং অন্যান্য অঞ্চলগুলোতে পর্যায়ক্রমে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষভাবে রিয়াদ, মধ্য সৌদি আরব এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির ও জাজান প্রদেশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
সরকারি সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, উদ্ধারকারী দলগুলোর জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে, যাতে অ্যাম্বুলেন্স পরিষেবা ও দ্রুত উদ্ধার কার্যক্রম নিশ্চিত করা যায়। সিভিল ডিফেন্স সার্ভিস জনগণকে নিচু এলাকা, উপত্যকা এবং বৃষ্টির পানি জমতে পারে এমন এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে কিছু ভবনে পানি ঢুকে গেছে এবং গাড়িগুলো পানিতে ভেসে যাচ্ছে, যা পরিস্থিতির সংকটকে আরও প্রকট করেছে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
সবার দেশ/কেএম