Advertisement

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৩, ২২ ডিসেম্বর ২০২৪

জার্মান ক্রিসমাস মার্কেটে হামলাকারী রিমান্ডে

জার্মান ক্রিসমাস মার্কেটে হামলাকারী রিমান্ডে
ছবি: সংগৃহীত

জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি চালিয়ে হামলার ঘটনায় নিহত হন চার নারী ও নয় বছর বয়সী এক শিশু। দেশটির ম্যাগডেবুর্গ শহরে সাধারণ মানুষকে লক্ষ্য করে এ হামলার ঘটনা ঘটে। ওই হামলার সঙ্গে জড়িত এক সন্দেহভাজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। 

ঘটনার একদিন পর তালেব আল আবদুলমোহসেন নামের ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে ম্যাগডের্বুর্গ শহরের স্থানীয় আদালতে হাজির করা হয়। যিনি একজন সৌদি নাগরিক বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ২০০৬ সালে জার্মানিতে একজন চিকিৎসক হিসেবে বসবাস শুরু করেছিলেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 

খবরে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় একটি কালো রঙের বিএমডব্লিউ গাড়ি দিয়ে জনাকীর্ণ ওই ক্রিসমাস মার্কেটে হামলা চালান সন্দেহভাজন ওই ব্যক্তি। এতে অন্তত দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। ম্যাগডেবুর্গ শহরের পুলিশ জানিয়েছে বিস্তারিত জানতে তারা এখনও তদন্ত অব্যাহত রেখেছে। এক্ষেত্রে প্রত্যক্ষদর্শীদের কাছে ঘটনার ছবি বা ভিডিও পাঠানোর অনুরোধ করেছে তারা। 

রোববার (২২ ডিসেম্বর) সকালে ম্যাগডেবুর্গ পুলিশ নিশ্চিত করেছে যে, এ ঘটনায় এখন পর্যন্ত বিভিন্ন বয়সের চার নারী নিহত হয়েছেন। যাদের বয়স যথাক্রমে ৪৫, ৫২, ৬৭ এবং ৭৫ বছর। নিহতের মধ্যে ৯ বছর বয়সী এক বালকও রয়েছে। বিবৃতিতে পুলিশ জানিয়েছে, পাঁচ জনকে সরাসরি হত্যা এবং একাধিক মানুষকে হত্যাচেষ্টার অভিযোগে তালেবকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন বিচারক। 

হামলার পর জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ নিন্দা জানিয়েছেন। ম্যাগডেবুর্গ শহরে ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে তিনি বলেন, এমন বর্বরতার মাধ্যমে এত মানুষকে হত্যা ও আহত করার ঘটনা ভয়ানক অপরাধ। তিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। পরে তিনি ম্যাগডেবুর্গের সেন্ট জন চার্চে নিহত ব্যক্তিদের স্মরণ করেন।

আপন দেশ/এওয়াই