গাজার ৯২ শতাংশ বাড়ি ধ্বংসস্তুপ: জাতিসংঘ
দীর্ঘ ১৫ মাস যুদ্ধের পর গাজায় রোববার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। অনেক ফিলিস্তিনি এরইমধ্যে বাড়িতে ফিরতে শুরু করেছেন। এনিয়ে অনেকে উল্লাস করছেন। তবে অনেকের মধ্যেই বিষাদের সুর। কেননা তাদের সাজানো বাড়ি আর বাড়ি নেই, ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, গাজার ৯২ শতাংশ বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের ত্রাণ এবং মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, গাজার চার লাখ ১৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি গাজার মোট বাড়ির ৯২ শতাংশ। এর মধ্যে এক লাখ ৬০ হাজার বাড়ি ধ্বংস হয়েছে, এবং দুই লাখ ৭৬ হাজার বাড়ি ব্যাপকভাবে বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওসিএইচএ জানিয়েছে, এ মুহূর্তে গাজায় ১৮ লাখের বেশি মানুষের জরুরিভাবে আশ্রয় এবং থাকার জন্য প্রয়োজনীয় জিনিস দরকার। জাতিসংঘের পক্ষ থেকে আরও বলা হয়েছে, গাজার আনুমানিক ৯০ শতাংশ মানুষ ঘরছাড়া হয়েছেন। তাদের অনেককে জোর করে বারবার বাড়ি ছাড়া হতে হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হামলা চালায় হামাসের যোদ্ধারা। সেসঙ্গে ইসরায়েলি ভূখণ্ড ভেদ করে তারা দেশটিতে তাণ্ডব চালায়। এতে সেইদিন ইসরায়েলে অন্তত ১২শ ইসরায়েলি নিহত হয়েছে। এ ছাড়া ২৫০ জনকে জিম্মি করে হামাস।
এর জেরে সেদিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর এ যুদ্ধ গতকাল পর্যন্ত চলে টানা ১৫ মাস। এতে গাজায় নিহত হয়েছে অন্তত ৪৫ হাজার ফিলিস্তিনি। আহত হয়েছে এক লাখের বেশি ফিলিস্তিনি। সেসঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি ঘরছাড়া হয়।
সবার দেশ/এমকেজে