গোমূত্রের প্রশংসা করে বিতর্কে আইআইটির ডিরেক্টর
সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি- আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটির একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে তাকে গোমূত্রের ‘ওষুধি গুণের’ ঢালাও প্রশংসা করতে দেখা গেছে। পাশাপাশি দেশীয় প্রজাতির গরু রক্ষা করা নিয়েও যুক্তি দিতে দেখা যায় তাকে।
আইআইটির মতো প্রতিষ্ঠানের ডিরেক্টরের মুখে এসব কথা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
গত ১৫ জানুয়ারি তামিলনাড়ুর এক গো-সংরক্ষণশালার অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় আইআইটি মাদ্রাজের ডিরেক্টর বলেন, গোমূত্রের নানাবিধ ওষুধি গুণ রয়েছে। এটি ব্যাকটেরিয়া ও ছত্রাকনাশক। পাশাপাশি পাচক হিসেবেও গোমূত্রের জুড়ি মেলা ভার। গোমূত্র হজমজনিত নানা সমস্যার প্রতিকারক হিসেবে ব্যবহার করা যায়।
তিনি বলেন, একবার এক তপস্বীর ধুম জ্বর হয়েছিল। কোনো ওষুধে সারছিল না, তখন তিনি গোমূত্র পান করেছিলেন এবং সুস্থ হয়ে উঠেছিলেন।
আইআইটি ডিরেক্টর ভি কামাকোটির এ মন্তব্যের জেরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ভি কামাকোটির এ মন্তব্যের সমালোচনা করে ডিএমকে নেতা টি কে এস এলানগোভান বলেন, কেন্দ্রীয় সরকারের অভিপ্রায়ই হচ্ছে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেয়া।
ডিএমকে নেতা কে রামকৃষ্ণান বলেছেন, কামাকোটির উচিত তার দাবির প্রমাণ দেয়া। আর প্রমাণ দিতে না পারলে তাকে ক্ষমা চাইতে হবে। আর তিনি ক্ষমা না চাইলে আমরা প্রতিবাদে নামব।
এর আগে হিন্দুত্ববাদী নেত্রী সাধ্বী প্রজ্ঞা দাবি করেছিলেন, গোমূত্র পান করে ও পঞ্চগব্য মিশ্রিত আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করেই তিনি ক্যানসারমুক্ত হয়েছেন। যদিও পরে জানা যায়, ক্যানসারের চিকিৎসার জন্য তার অপারেশন করতে হয়েছিল।
সবার দেশ/কেএম