দিল্লির পক্ষে ইসলাম নির্মূল করতেই ৭২ এর সংবিধান রচিত হয়েছিলো
সত্যিকারের বিএনপি দিল্লির দালাল না: ফরহাদ মজহার
এ গণঅভ্যুত্থান সফল হতো না, যদি খালেদা জিয়া নির্বাচন করার নীতিতে অটল না থাকতেন। বিএনপি যদি খালেদা জিয়াকে সম্মান করে, তাহলে আজকে ছাত্রদের সাথে এসে দাঁড়ানো উচিৎ।
যারা সত্যিকারের বিএনপি, তারা দিল্লির দালাল না বলে দাবি করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত ‘গণ সার্বভৌমত্ব ও নতুন রাজনৈতিক জনগোষ্ঠী গঠন: প্রেক্ষাপট বঙ্গোপসাগরের ভূরাজনীতি’ শিরোনামে এক মুক্ত সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে ফরহাদ মজহার বলেন, আপনারা জিয়াউর রহমানের বিরোধী রাজনীতি করতেছেন। যারা সত্যিকারের বিএনপি, তারা দিল্লির দালাল না; আপনারা সংবিধান বাতিল চান।
তিনি বলেন, এ গণঅভ্যুত্থান সফল হতো না, যদি খালেদা জিয়া নির্বাচন করার নীতিতে অটল না থাকতেন। বিএনপি যদি খালেদা জিয়াকে সম্মান করে, তাহলে আজকে ছাত্রদের সাথে এসে দাঁড়ানো উচিৎ।
৭২ এর সংবিধান নিয়ে ফরহাদ মাজহার বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী সংবিধান হলো ৭২ এর সংবিধান। সমাজতন্ত্র ও জাতীয়তাবাদকে একসাথে ফ্যাসিস্ট বলে। গণতন্ত্র রাষ্ট্র মানেই ধর্মনিরপেক্ষতা। দিল্লির পক্ষে ইসলাম নির্মূল করার জন্যই ৭২ এর সংবিধান রচিত হয়েছিলো। এটা বাতিল করা মানে মুক্তিযুদ্ধকে পুনঃপ্রতিষ্ঠা করা। ৭২ এর সংবিধানের পক্ষের লোক হলো দিল্লির, বিরোধীরা মুক্তিযুদ্ধের পক্ষের।
তিনি বলেন, ‘সেনাবাহিনী রেফারির ভূমিকা পালন করছে। কারণ ১/১১ এর অভিজ্ঞতা খারাপ। পুলিশের কাজ সেনাবাহিনী করতে চায় না। তারা ব্যারাকে ফিরতে চায়।
শেখ হাসিনার প্রিয় ছিল আমলারা মন্তব্য করে ফরহাদ মাজহার বলেন, দেশ কিন্তু আমলারা চালায়। গণসার্বভৌমত্ব গড়ে তুলতে না পারলে আমলাতন্ত্র ভাঙবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- এবি পার্টির সহসভাপতি জাহাঙ্গীর কাসেম, শহর জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, অবসরপ্রাপ্ত মেজর মো. আহমেদ ফেরদৌস, ভাব বৈঠকীর মুখ্য সংগঠক মো. রুমেল। ভাব বৈঠকীর সংগঠক জাহিন ফারুক আমিন এর তত্ত্বাবধানে সেমিনার সঞ্চালনা করেন তাজওয়ার কাসেম।
সবার দেশ/এমকেজে