Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০৫:১৩, ২২ ডিসেম্বর ২০২৪

পিএসসির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

পিএসসির নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দুটি পদের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর পিএসসির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। দুটি পদ হলো- প্রোগ্রামার (৬ষ্ঠ গ্রেড) ও রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (৬ষ্ঠ গ্রেড)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগের আগে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীদের সব সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। 

কমিশন কর্তৃক সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের পরবর্তীকালে কোনো যোগ্যতার বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে ওই প্রার্থীর সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।

এতে বলা হয়েছে, এ ছাড়া ক্ষেত্রবিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। চাকরিতে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

সবার দেশ/এফএ

সম্পর্কিত বিষয়: