Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ১২ জানুয়ারি ২০২৫

বাংলাদেশে এইচএমপিভি শনাক্ত

বাংলাদেশে এইচএমপিভি শনাক্ত
ছবি: সংগৃহীত

দেশে এক নারীর শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বিকেলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আহমেদ নওশের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।  আক্রান্ত ওই নারীর বাড়ি নরসিংদীতে। তার বয়স ৩০ বছর।

নওশের আলম বলেন, একজন নারীর শরীরের এইচএমপিভি ধরা পড়েছে। তবে শুধু এইচএমপিভি নয়, এর সঙ্গে অন্য একটা ব্যাকটেরিয়া আছে।

তিনি আরও বলেন, এবারই প্রথম নয়, এর আগেও এইচএমপিভি ধরা পড়েছিল। গত ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ১৬ থেকে ১৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, করোনার পর এর মধ্যেই আবারো বিশ্বে হুমকি হয়ে উঠছে নতুন মহামারি। পুরনো এইচএমপিভি নতুন করে ছড়াচ্ছে দেশে দেশে।

এ অবস্থায় চীন-জাপানে নতুন আতঙ্ক এইচএমপিভি প্রাদুর্ভাব বেড়েছে। চীন-জাপান ছাড়িয়ে মালয়েশিয়া ও ভারতেও এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: