পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা
জুলাই চত্বর দর্শনার্থীদের মন ছুঁয়েছে
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ২৯তম আসর নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচলে এবার সেজেছে অন্যরূপে। স্থাপিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগ সম্পর্কিত জুলাই চত্বর দর্শনার্থীদের মন ছুঁয়েছে। পাশাপাশি ৩৬ জুলাই ও তারুণ্যের বাংলাদেশে (ইয়ুথ প্যাভিলিয়ন) তরুণ-তরুণীরা পরিদর্শন করছেন।
নতুন বাংলাদেশের অর্জিত শ্রদ্ধা জানাতে মেলায় জুলাই ও ছত্রিশ নামে দুটি চত্বর তৈরি করা হয়েছে।
ছাড়াও এখানে স্থান পেয়েছে তারুণ্যের বাংলাদেশ। ৩৬ জুলাই (৫ আগস্ট) ছাত্র-জনতার যে বিপ্লব তা ধরে রাখতেই এবারের বাণিজ্যমেলায় রাখা হয়েছে জুলাই ও ৩৬ নামে দুটি চত্বর। যেখানে তুলে ধরা হয়েছে কীভাবে ফ্যসিস্ট শেখ হাসিনাকে মসনদ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে।
বাণিজ্যমেলায় প্রবেশ করে ডান দিকেই জুলাই চত্বর। প্রবেশ ফটকের ভেতরে পূর্বের দিকেই এগিয়ে গেলেই প্রথমে চোখে পড়বে জুলাই চত্বরের এ গ্যালারি। এখানে শহিদদের ও আন্দোলনে নেতৃত্বদের কর্মকাণ্ড তুলে ধরতে এ গ্যালারি সাজানো হয়েছে। এ গ্যালারিতে স্থান পেয়েছে ১ জুলাই থেকে ৩৬ জুলাইয়ের দিন, ক্ষণ ও ঘটনা সংবলিত ছবি-লেখা।
জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লব স্মরণে জুলাই চত্বর ও ৩৬ চত্বরে তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের ভিড়। গণ-অভ্যুত্থানে শহিদ আবু সাঈদ, ফারহান ফাইয়াজ, মীর মুগ্ধসহ শহিদদের নাম ও ছবি এখানে স্থান পেয়েছে। এছাড়া মন ছুঁয়ে যাওয়া লেখা জুলাই চত্বরের গ্যালারিতে স্থান পেয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মশিউর রহমান তারেক বলেন, মেলায় এলে জুলাই চত্বর ও ৩৬ চত্বরে একবার হলেও সবার আসা উচিত।
শিক্ষার্থী নওরীন জান্নাত বলেন, যারা শহিদ হয়েছেন, তাদের তো আর পাব না। কিন্তু তাদের ছবির সঙ্গে নিজের ছবিগুলো স্মৃতি করে রাখতে এসেছি। আমরা তরুণ সমাজ চাইলে পুরো দেশটাকেই বদলে দিতে পারি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব বিবেক সরকার বলেন, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ছুটির দিন ১০টা পর্যন্ত চলবে। মেলাতে বড়দের টিকিট মূল্য ৫০ টাকা ও ছোটদের ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এবারের বাণিজ্যমেলায় অনলাইন টিকেটিংসহ বেশকিছু নতুন বিষয় রয়েছে। প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের জন্য প্রবেশ ফ্রি। প্রবেশপথে কোনো ভিড় নেই। ক্রেতা-দর্শনার্থীরা নির্বিঘ্নে মেলায় প্রবেশ করছেন।
সবার দেশ/কেএম