অভিযোগে ছাত্রদল নেতা আটক
বন্ধুকে পুলিশে ধরিয়ে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ

নেত্রকোনার দুর্গাপুরে বন্ধুকে ছাত্রলীগের সদস্য বলে পুলিশে ধরিয়ে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ ওরফে দুর্জয়কে (২৪) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি এলাকার রংধনু রিসোর্টে এ ঘটনা ঘটে। দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। ঘটনার পর তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, দুর্জয়ের বন্ধু মুন্না মিয়া (২৬) ওই তরুণীর প্রেমিক। মুন্না কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও নেত্রকোনা আবু আব্বাস কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। তরুণী ঢাকার একটি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী।
সোমবার (২৮ এপ্রিল) মুন্না তার প্রেমিকাকে নিয়ে দুর্জয়ের পরামর্শে রংধনু রিসোর্টে ওঠেন। মঙ্গলবার বিকেলে মুন্না খাবার কিনতে বের হলে দুর্জয় তাকে ছাত্রলীগের সদস্য বলে পুলিশে ধরিয়ে দেয়। এ সুযোগে দুর্জয় রিসোর্টে গিয়ে তরুণীকে ধর্ষণ করে।
পুলিশ হেফাজতে থাকা মুন্না জানান, তরুণী রিসোর্টে একা ছিলেন। তার তথ্যের ভিত্তিতে পুলিশ রিসোর্টে গিয়ে তরুণীর চিৎকার শুনে দুর্জয়কে হাতেনাতে আটক করে। রাতে তরুণী দুর্গাপুর থানায় মামলা করলে দুর্জয়কে গ্রেফতার দেখানো হয়। দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, বুধবার দুর্জয়কে আদালতে সোপর্দ করা হবে এবং তরুণীকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। মুন্নাও পুলিশ হেফাজতে রয়েছেন।
নেত্রকোনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন জানান, দলীয় সিদ্ধান্তে দুর্জয়কে বহিষ্কার করা হয়েছে।
সবার দেশ/কেএম