Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৬, ১৮ জানুয়ারি ২০২৫

ভ্যাট বাড়ানো অবিবেচনাপ্রসূত: দেবপ্রিয়

ভ্যাট বাড়ানো অবিবেচনাপ্রসূত: দেবপ্রিয়
ছবি: সবার দেশ

অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শ্বেতপত্র এবং অতঃপর: অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট’ শীর্ষক এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা আশ্চর্য হয়েছি, কীভাবে অবিবেচকের মতো ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনও একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্নয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে যেতে হবে। আমরা দেখলাম না, কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য পরিকল্পনা।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘যাদের টিআইএন আছে, কিন্তু যারা ট্যাক্স দেন না। তাদের প্রতি কী আচরণ করা হবে তা কিন্তু কোনো পরিকল্পনায় নেই।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়: