সবুজের ছোঁয়ায় বাড়ুক অন্দরের রূপ
সবুজের স্পর্শে সেজে উঠুক ঘর। কিন্তু কোথায়, কেমন ভাবে গাছ রাখলে রূপ খুলবে অন্দরের?

ঘর জুড়ে শৌখিন জিনিস যতই থাকুক, সবুজের ছোঁয়া, তাজা ফুল নিমেষে বদলে দিতে পারে অন্দরের রূপ। ঘর সাজাতে ছোট, বড়, লতানো— রকমারি গাছ এখন মেলে। কৃত্রিম নয়, সতেজ সজীব গাছেই সাজাতে পারেন ঘর। কিন্তু সে সব রাখবেন কোথায়? কী ভাবেই বা সাজাবেন অন্দরমহল?
কোথায় রাখবেন গাছ?
অন্দরসজ্জায় শিল্পীরা বলেন, গাছ দিয়ে সাজানো যায় বাড়ির যে কোনও জায়গাই। শোয়ার ঘর, বসার ঘর, এমনকি রান্নঘর, স্নানঘরও। টেবিল শৌখিন টবে ছোট গাছ যেমন লাগানো যায়, তেমনই জানলা সাজিয়ে ফেলা যায় ঝুলন্ত টব দিয়ে। রান্নাঘর সাজাতে পারেন সব্জির গাছে।
গাছের জন্য আলো-হাওয়া দরকার। সে কথা স্মরণ করিয়ে অন্দরসজ্জা শিল্পী প্রীতিকা সিংহের পরামর্শ, ঘর, করিডের— যে জায়গাই গাছ দিয়ে সাজান না কেন সেখানে অল্প হলেও সূর্যালোকের প্রয়োজন। ছোট গাছ সাজানোর জন্য ঘরের দেওয়ালে তাক করানো যায়। আবার ঘরের কোণে লম্বাটে টবে একটু বড় মাপের গাছ রাখলেও তা মানানসই হবে।
চওড়া সিঁড়ি থাকলে, প্রতিটি ধাপেও বাহারি গাছ লাগাতে পারেন। সিঁড়িতে ওঠার চওড়া ধাপও সবুজে সাজালে ভোল পাল্টাবে বাড়ির।
ঘরের ভেতরে রাখার জন্য এমন গাছ বেছে নিতে হবে যেগুলি কম আলো, হাওয়ায় বাঁচে। বিভিন্ন রকম সাকুলেন্ট, ফুল ফোটে এমন ক্যাকটাস বেছে নেয়া যায়। রাখতে পারেন পাতাবাহার গাছও। আবার পিস লিলির মতো গাছ রাখলে ঘর আলো করে থাকবে ফুল। অন্দরসজ্জা শিল্পীর পরামর্শ, অন্তত তিন ফুট উচ্চতার গাছ বেছে নেয়াই ভালো। তালিকায় থাকতে পারে পোথোস, স্নেকপ্ল্যান্ট, ইংলিশ আইভি, পাম — এমন অনেক কিছুই। ছোট-বড় গাছ মিলিয়ে মিশিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অন্য মাত্রা পাবে। একটু বড় গাছ ঘরের কোণ, বারান্দায় ব্যবহার করা যায়। টেবিলে রাখার জন্য বেছে নেয়া যেতে পারে তুলনামূলক কম উচ্চতার গাছ। ঘরের আকার, মেঝেও গুরুত্বপূর্ণ অন্দরসজ্জার ক্ষেত্রে। এগুলির ওপর নির্ভর করবে গাছ বাছাই। তা ছাড়া, ঘরে কতটা আলো-হাওয়া আসে সেটাও জরুরি। গাছ দিয়ে সাজালেই হলো না, সেগুলো যাতে ঠিক ভাবে বেড়ে ওঠে তেমন পরিবেশ থাকাটাও প্রয়োজন।
ছোট বাড়ি
দু’কামরা, বড়জোর তিন কামরার ফ্ল্যাটেই থাকেন বহু লোক। অনেক বাড়িতেই আসবাবপত্র রাখার পর গাছের জন্য মেঝেতে আর জায়গা খালি থাকে না। অন্দরসজ্জা শিল্পীরা বলছেন, এ ক্ষেত্রে জানলার ওপর থেকে লতানো গাছ ঝুলিয়ে দেয়া যেতে পারে। এ ছাড়া দেয়ালে গাছ লাগানোর উল্লম্ব বা আড়াআড়ি শৌখিন প্ল্যান্টার বেছে নিতে পারেন।
উল্লম্ব বাগান
বাড়ির বারান্দায় বা ঘরের কোনও দেয়ালে রোদ পড়লে সেখানে উল্লম্ব ভাবে গাছ বসাতে পারেন। এজন্য বিশেষ ধাঁচের খাঁচা বা তাক তৈরি করে নেয়া যায়। কিনতেও পাওয়া যায়। তাতে ফল, সব্জি, বাহারি গাছ সাজিয়ে নিতে পারেন।
সবার দেশ/এফও