শুধু পর্দার বুদ্ধিদীপ্ত ব্যবহার করে
হিটার ছাড়াই গরম রাখুন ঘর!
রাত বাড়লে এমনকি, ভোরের দিকেও জানান দিচ্ছে শতের তীব্রতা। সে ঠান্ডা ভাব কাটাতে পারেন পর্দার বুদ্ধিদীপ্ত ব্যবহারে। বেশি শীতেও ঘর গরম রাখতে ওই উপায় কাজে লাগবে।
জেঁকে বসেছে শীত। শহরতলিতে শীতের লেপ কম্বল যার যা আছে সবই বের করে ফেলেছেন অনেকেই। শহরেরও কেউ বাকি নেই শীতের কাপড় নামাতে। কিন্তু রাত বাড়লে এমনকি, ভোরের দিকেও জানান দিচ্ছে শতের তীব্রতা। সে ঠান্ডা ভাবে কাটাতে পারেন পর্দার বুদ্ধিদীপ্ত ব্যবহারে। বেশি শীতেও ঘর গরম রাখতে ওই উপায় কাজে লাগবে।
১। সূর্যের রোদ্দুরকে কাজে লাগান। সকালে ঘরে রোদ আসে যে সময় সে সময় পর্দা খুলে দিন। রোদ চলে গেলেই জানলা বন্ধ করে পর্দা টেনে দিন ভাল ভাবে। তাতে ঘরের তাপমাত্রা বজায় থাকবে।
২। বাজারে এখন থার্মাল পর্দা পাওয়া যায়। মোটা কাপড়ে বিশেষ ভাবে তৈরি ওই পর্দা বাইরের ঠান্ডা বা গরম ভাবকে পর্দার অপর দিকে আসতে দেয় না। এতেও ঘরের তাপমাত্রা বজায় রাখা যাবে।
৩। জানলায় দু’রকম পর্দা ব্যবহার করা যেতে পারে। কাপড়ের একটি পর্দা, যেটি অপেক্ষাকৃত ছোটও হতে পারে, তা দিয়ে জানলার অর্ধেক ঢেকে রাখুন। বাইরে থাকুক বড় পর্দা। এ ভাবেও ঘর সহজে ঠান্ডা হবে না।
৪। জানালা বা দরজার তলায় ফাঁক থাকলে সেই ফাঁক ঢেকে যায় এমন পর্দা ব্যবহার করুন। সামান্য লম্বা ঝুলের পর্দা ব্যবহার করলেই তা সম্ভব।
সবার দেশ/এফএ