Header Advertisement

Sobar Desh | সবার দেশ সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫১, ১২ এপ্রিল ২০২৫

আদালতের নির্দেশে কবুল বললেন শিমুল-মিতা

কারাগারেই প্রেমের সুখপরিণতি বিয়ে! 

কারাগারেই প্রেমের সুখপরিণতি বিয়ে! 
ছবি: সংগৃহীত

কারাগারের চার দেয়ালের মধ্যেই প্রেমের সম্পর্ক পেল সুখপরিণতি। উচ্চ আদালতের নির্দেশে বুধবার (৯ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন কারাগারে বিয়ে সম্পন্ন হলো প্রেমিক শিমুল ও প্রেমিকা মিতার। এ ব্যতিক্রমী বিয়ের কাজি হিসেবে দায়িত্ব পালন করেন সজিব আহমেদ তালুকদার।

কাজি সজিব আহমেদ জানান, শিমুল ও মিতার মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো। সম্পর্কের একপর্যায়ে মিতা তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শিমুলের ওপর বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু শিমুল নানা অজুহাতে বিয়ে এড়িয়ে যান এবং একসময় পালিয়ে যান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মিতার বাবা শাহপরাণ থানায় শিমুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার জেরে পুলিশ শিমুলকে গ্রেফতার করে, এবং তিনি কারাগারে বন্দি ছিলেন।

সম্প্রতি শিমুল জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাদের দুজনের বিয়ের নির্দেশ দেন। আদালতের এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে উভয়পক্ষের সম্মতি এবং তাদের অভিভাবকদের উপস্থিতিতে বুধবার দুপুরে কারাগারে ৫ লাখ টাকা দেনমোহরে শিমুল ও মিতার বিয়ে সম্পন্ন হয়।

সিলেট মেট্রোপলিটন কারাগারের জেলার আরিফুর রহমান জানান, মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এই বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের সময় কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বর-কনের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

এ বিয়ে কেবল শিমুল ও মিতার জীবনের নতুন অধ্যায়ের সূচনাই নয়, বরং আইনের মাধ্যমে প্রেম ও দায়িত্বের এক অনন্য মেলবন্ধনের সাক্ষী হলো সিলেটের কারাগার।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়: