Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ১৪ এপ্রিল ২০২৫

প্রস্তুত রমনা বটমূল

গান-কবিতায় মুখরিত রমনা বটমূলে বর্ষবরণ আজ

গান-কবিতায় মুখরিত রমনা বটমূলে বর্ষবরণ আজ
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের জন্য রাজধানীর রমনা বটমূল প্রস্তুত। প্রতি বছরের মতো এবারও ছায়ানটের আয়োজনে পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) সকালে গান, কবিতা ও সুরের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হবে। রোববার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় চূড়ান্ত মহড়ার মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

ছায়ানটের এবারের বর্ষবরণ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘আমার মুক্তি আলোয় আলোয়’। আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয়েছে এ আয়োজন। সোমবার সকাল ৬টা ১৫ মিনিটে ভৈরবী রাগে আলাপের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। মোট ২৪টি পরিবেশনার মধ্যে থাকবে ৯টি সম্মিলিত গান, ১২টি একক গান এবং ৩টি কবিতা পাঠ। অনুষ্ঠান শেষ হবে জাতীয় সংগীতের মাধ্যমে।

প্রায় দেড়শ নারী-পুরুষ শিল্পী এ পরিবেশনায় অংশ নেবেন। ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী এবারের নববর্ষের মূল কথন পাঠ করবেন। 

ছায়ানটের বর্ষবরণ প্রস্তুতি কমিটির সদস্য আমিনুল কায়সার দীপু জানান, এবারের মঞ্চ অর্ধবৃত্তাকার, যার দৈর্ঘ্য ৭২ ফুট এবং প্রস্থ ৩০ ফুট। গত তিন মাস ধরে ধানমন্ডির ছায়ানট ভবনে মহড়া চলেছে। মঞ্চের নকশায় মেরুন রঙের প্রাধান্য দেয়া হয়েছে, যা শিল্পীদের পোশাকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 

পুরুষ শিল্পীরা পরবেন মেরুন পাঞ্জাবি ও সাদা পায়জামা, আর নারী শিল্পীরা পরবেন মেরুন পাড়ের অফ-হোয়াইট শাড়ি। গত বছর মঞ্চের রঙ ছিল সবুজ, এবার তা মেরুন করা হয়েছে। 

রমনা বটমূলে ছায়ানটের এ বর্ষবরণ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর এ আয়োজন হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয়। এবারও গান, কবিতা ও সুরের মাধ্যমে নতুন বছরের আশা ও প্রত্যয় ব্যক্ত করা হবে। 

আয়োজকরা জানান, এ অনুষ্ঠানের মাধ্যমে বাঙালির চিরায়ত সংস্কৃতি ও মুক্তির বার্তাকে তুলে ধরা হবে। সকালের শান্ত পরিবেশে শিল্পীদের পরিবেশনা দর্শকদের মনে নতুন উদ্যম জাগাবে বলে আশা করা হচ্ছে। 

পহেলা বৈশাখ বাঙালির জীবনে আনন্দ ও নতুন সম্ভাবনার দিন। রমনা বটমূলে ছায়ানটের এ আয়োজন শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং বাঙালির ঐক্য ও সৃজনশীলতার প্রতীক। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় এখন শুধু অপেক্ষা সে প্রভাতের, যখন সুর ও কথায় মুখরিত হবে রমনা বটমূল।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়: