Advertisement

শ.ম. শহীদ


প্রকাশিত: ০১:৫৮, ২৪ জানুয়ারি ২০২৫

কবিতা

দেশটা সবার

দেশটা সবার
ছবি: সবার দেশ

চাঁদ উঠিলো ফুল ফুটিলো
সুবাস পাচ্ছি ঢের
রক্তের দাগ মুছুক এবার
চাই না ওসব জের!

থাকবো সবে মিলেমিশে
যেন একটি প্রাণ
সুরে সুরে সুর মিলিয়ে
গাইবো সুখের গান।

ফ্যাসিবাদীর বেশি কথায়
করবো না যে ভুল
ভাববো এবার দেশটা সবার,
এই ধারণাই মুল।

আরও পড়ুন: কেমন আছো মামু