Advertisement

Sobar Desh | সবার দেশ শ.ম. শহীদ


প্রকাশিত: ০০:০৯, ২৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ০০:১০, ২৬ জানুয়ারি ২০২৫

কবিতা

এই ধরেছি কান

এই ধরেছি কান
ছবি: সবার দেশ

এই ধরেছি কান!
থাকতে দেহে প্রাণ-
গাইবো না আর কোনদিনও
ছাত্রলীগের গান।
এখন থেকে করবো সেটাই
আপনারা যা চান
সত্যি কথা বলছি রে বাই
করছি না তো ফান।।

আপনারা তো লীগে ছিলেন
হঠাৎ করে পাল্টি নিলেন
দোষের বোঝা চাপিয়ে দিলেন-
এই আমাদের ঘাড়ে
মিলেমিশে করছি আকাম
ভালো-মন্দ যখন যা কাম
ভুলে গেছেন তারে?

এখন থেকে নিবিড় হয়ে
আমরা রবো শিবির হয়ে
রাখবো দেশের টান-
জয় বাংলা বলবো না আর
এই ধরেছি কান!!

আরও পড়ুন: দেশটা সবার