Advertisement

Sobar Desh | সবার দেশ শ.ম. শহীদ


প্রকাশিত: ০০:৩২, ২ ফেব্রুয়ারি ২০২৫

কবিতা

সভ্যতা

সভ্যতা
ছবি: সবার দেশ

সভ্যতাটার ‘ভ’ হয়েছে বড়ো
দেখাচ্ছে ভয়, হচ্ছি জড়োসড়ো।
কখন ঘটে কেমন বিপর্জয়
ধারনা তার অনুমেয়-ই নয়।।

সভ্য হয়ে লভ্য খুঁজি সবাই
প্রয়োজনে ভাইকে করি জবাই
ছোট-বড়োর মর্যাদা আজ কই
অহংকারের ‘অহং’ শুধু বই!!

অতি বাড়ের ক্ষতি সবাই জানি
কিন্তু নিজের কর্মে কি কেউ মানি?
সবাই_ সবার বড়ো হতে চাই-
সভ্যলোকের সভ্যতা আজ নাই।।

আরও পড়ুন: এই ধরেছি কান