কবিতা
গোধূলি বেলা

সফলতার দৌড়ে ঠিক একদিন লক্ষ্যে পৌঁছে যাবে
তারপর অখন্ড অবসরে...
ধোয়া ওঠা চায়ের কাপ হাতে
যদি সত্যি মনে পরে
তবে স্মরণ করো
ছুটে চলে আসবো।
না, কোন মোহে নয়,
কোন অভিযোগ, অনুযোগ করতেও নয়,
কোন ব্যাখ্যাও শুনতে নয়,
শুধুই গল্প করতে...
কি হবে গল্পের বিষয়বস্তু?
হতে পারে তোমার বাগানে
সদ্য ফোটা গোলাপ ফুলটার জীবন বৃত্তান্ত
অথবা আজকাল চায়ে আর চিনি খাওয়া হয় না,
হতে পারে সেটাও!