বইমেলা ২০২৫
জয়নুল আবেদীনের চার বই শিকড়ে

জয়নুল আবেদীন। কুমিল্লার মেঘনার সন্তান। আইনপেশায় নিয়োজিত প্রথিতযশা এ কথাসাহিত্যিকের ব্যক্তি জীবনটা আইনপেশার মতো রসকষহীন নয়। রসে টইটুম্বুর গুণী এ লেখকের ৪টি বই একসাথে প্রকাশিত হয়েছে ‘একুশে বইমেলা ২০২৫’ এ।
প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে ‘আমার অরাজনৈতিক কলাম’ (বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংকলন), ‘ছায়ের জন্য মায়ের যুদ্ধ’, ‘বন্দি ছানার ফন্দি’ এবং ‘মাছের মায়ের পুত্র শোক’।
ধ্রুব এষের প্রচ্ছদে লেখকের বইগুলো পাওয়া যাবে শিকড় প্রকাশনীর ২২১-২২৪ নং স্টলে।
লেখকের ভাষায়, পল্লীর পরিবেশ ও সংস্কৃতি আমার লেখার উপজীব্য। এসব জানার জন্যই একদিন ৬৮ হাজার গ্রামের ঘরে ঘরে থাকবে আমার বই। জীবনের শুরু এবং শেষ, প্রাণীরা নীড়মুখো। আমিও প্রাণী; নতুন ৪ বইয়ের একটা পড়লেই বুঝবেন।
উল্লেখ্য কীর্তিমান এ লেখকের ৩০টিরও অধিক বই এযাবতকাল প্রকাশিত হয়েছে এবং পাঠক সমাদৃত হয়েছে।
সবার দেশ/এমকেজে