প্রবন্ধ
মাকামে ইব্রাহীম

কা'বা শরীফ তওয়াফ করার সময় উত্তর-পূর্ব দিকে টোপর মাথায় সুরম্য সোনালি খাঁচায় একটি পবিত্র পাথর সংরক্ষিত অবস্থায় দেখা যাবে। তওয়াফ কালে পিতলের মসৃণ খাঁচার উপর মাঝে মাঝেই হাতের ছোঁয়া লাগে। তওয়াফকারীদের হাতের ছোঁয়ায় খাঁচার বাইরের বেশকিছু অংশ সর্বদা পিচ্ছিল ও মসৃণ থাকে। পিচ্ছিল ও মসৃণ সোনালি খাঁচায় সংরক্ষিত পাথরটির নাম মাকামে ইব্রাহীম।
কা'বা নির্মাণের সময় হযরত ইব্রাহীম (আ.) এই পাথরের উপর দাঁড়াতেন। ইব্রাহীম (আ.) এ পাথরের উপর দাঁড়িয়ে থাকা কালে তৎপুত্র ইসমাইল (আ.) ইব্রাহীম (আ.)-এর হাতে একটি একটি করে কা'বা নির্মাণের পাথর ধরিয়ে দিতেন।
আনাস (রা.) বলেন, ওমর (রা.) বলেছেন, আমার রব আমার তিনটি মতে মত মিলিয়েছেন, তার মধ্যে একটি, আমি বলেছিলাম ‘হে আল্লাহর রাসূল (স.) মাকামে ইব্রাহীমকে যদি মুসাল্লা বানাতেন তা হলে সুন্দর হতো।’- এ কথা বলার পর এই আয়াত অবতীর্ণ হয়েছিল, ‘তোমরা মাকামে ইব্রাহীমকে মুসাল্লা বানাও’ (সূরা বাকারাহ-১২৫)।
এই আয়াতে মুসলিমদের মাকামে ইব্রাহীমের কাছে নামায আদায়ের আদেশ দেওয়া হয়েছে। স্পর্শ করার আদেশ দেওয়া হয়নি। এক সময় ইব্রাহীম (আ.)-এর গোড়ালি ও আঙ্গুলের ছাপ ঐ পাথরের উপর ছিল। মানুষের হাতের পরশে পরশে তা মুছে গেছে। পবিত্র পাথরটি প্রথমে বাইতুল্লাহর দেয়াল সংলগ্ন ছিল। ওমর (রা.) বর্তমান স্থানে রেখেছেন। সে অবধি বর্তমান স্থানেই আছে।
লেখক: আইনজীবী ও কথাসাহিত্যিক