Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩০, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১২:২০, ২০ ফেব্রুয়ারি ২০২৫

একুশে বইমেলা ২০২৫

সানজিদা আফরিনের কাব্যগ্রন্থ ‘বেদনার বেদিতলে’ 

সানজিদা আফরিনের কাব্যগ্রন্থ ‘বেদনার বেদিতলে’ 
ছবি: সবার দেশ

‘বেদনার বেদিতলে’ নয়; কাব্যগ্রন্থটি পাবেন প্রিয়জন সাহিত্য প্রকাশনী, স্টল নম্বর: ১৪১-১৪৩, শিখা চিরন্তনী লেকের পশ্চিম পাড়ে। একুশে বইমেলা ২০২৫ এ আসা লেখিকার প্রথম কাব্যগ্রন্থ এটি।

সানজিদা আফরিন, একজন উঠতি লেখিকা, যার ধ্যান-জ্ঞান সমাজেন নিপীড়িত মানুষের জন্য, মানবতার জন্য। তার কলম বৈষম্যের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে সবসময়ই শক্তিশালী। ফ্যাসিস্ট হাসিনার তেলবাজিতে সবাই যখন গা ভাসিয়ে দিয়েছেন, সানজিদা আফরিন তখন খুনির রক্তচক্ষুকে উপেক্ষা করে তার দ্রোহের কলম চালিয়েছেন অকুতোভয়ে।

‘বেদনার বেদিতলে’ রোমান্টিক ও সাম্যবাদী এ শব্দশিল্পীর প্রথম কাব্যগ্রন্থ। সানজিদা আফরিন তার এ কাব্যগ্রন্থ নিয়ে খুবই আশাবাদী এজন্য যে, ইতোমধ্যে বইটি পাঠকগণ গ্রহণ করেছেন। কবির ভাষায়,  

কবিতা ও কাব্য হলো সাহিত্যের আদি শৈল্পিক রূপ। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল কবিতার বই লেখার সেভাবেই ছোট বেলা থেকেই আমার সাহিত্য চর্চা ও ছিলো। বিশেষ করে প্রকৃতির মধ্যে গেলেই ছন্দ মিলিয়ে বাক্য তৈরি করতাম। আবার সমাজের কোন অসংগতি দেখলে সেটা নিয়ে ও কখনো ছড়া আবার কখনো satire লিখতাম,নিজে নিজে বলতাম। শব্দ নিয়ে খেলা করতে আমার সবসময়ই  ভালো লাগে। আমার একান্তই ভালোলাগার বিষয় শব্দ নিয়ে খেলা করা। এ কাব্যগ্রন্থ টি আজকে থেকে যতটা আমার তার থেকে বেশি পাঠকের। কারণ অনেক গুণী পাঠক নিয়মিত আমাকে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে গেছেন। তাই তাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ।

কাব্যগ্রন্থটিতে আছে গভীর প্রণয়, রোমান্টিকতা, দহন -ক্ষরণ, বিষাদ -বেদনা, বিষণ্ণতা পরিশেষে বিচ্ছেদ! বিচ্ছেদের পর ও  হৃদপিন্ডের বাম অলিন্দের কোথাও চিন চিন করা ব্যথায় থেকে যায় গভীর আহত নিগূঢ় প্রণয়! তাই এ কাব্যগ্রন্থটির নাম হয়েছে ‘বেদনার বেদিতলে’।

‘বেদনার বেদিতলে’ কাব্যগ্রন্থটি একজন পাঠক কে এক একটি কবিতা ভিন্ন ভিন্ন গল্পের সাধ দিবে। বিশেষ করে কবিতা প্রেমীদের কাছে। যারা কবিতা বুঝতে পারেন না, আমার বিশ্বাস তাদের কাছেও ভালো লাগবে ‘বেদনার বেদিতলে’। সার্বজনীন ভাবে সকলের কথাই বলা হয়েছে প্রতিটি কবিতায়। পাঠক যখন পড়বেন সেখানে নিজেকেই খুঁজে পাবেন, ইমাজিন করবেন।

সজীব ওয়ার্সীর নজরকাড়া প্রচ্ছদে ‘বেদনার বেদিতলে’ কাব্যগ্রন্থটি পাবেন প্রিয়জন সাহিত্য প্রকাশনী, স্টল নম্বর: ১৪১-১৪৩, শিখা চিরন্তনী লেকের পশ্চিম পাড়ে।

সবার দেশ/এমকেজে