Header Advertisement

Sobar Desh | সবার দেশ শ.ম. শহীদ


প্রকাশিত: ০০:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

কবিতা

গহর কাকা

গহর কাকা
ছবি: সবার দেশ

গহর কাকা শহর ছেড়ে
ফিরে এলেন গাঁয়ে
ফুরফুরে মন সকালবেলা
হাঁটেন খালি পায়ে!

নির্মল আকাশ স্বচ্ছ বায়ু
পথের সবুজ ঘাসে
রোদে ধোওয়া শিশিরকণা
খিলখিলিয়ে হাসে!

ব্যস্ত কৃষক ছুটছে মাঠে
হালের গরু নিয়ে
ধান শুকোবে উঠোনে ঝাট্
দিচ্ছে মায়ে-ঝিয়ে!

পুকুরপাড়ের হিজলগাছে
পাখপাখালির মেলা
নলখাগড়ার ঝোপে দেখেন
ডাহুক ছানার খেলা!

এমন প্রাণের দৃশ্যগুলো
শহরে কই পাবেন
গাঁয়ে থেকে ওসব দেখে
বাঁচার কথা ভাবেন।