Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

একুশে বইমেলা ২০২৫

বইমেলায় কথাসাহিত্যিক হাসান জাকিরের ৩ নতুন বই

বইমেলায় কথাসাহিত্যিক হাসান জাকিরের ৩ নতুন বই
ছবি: সবার দেশ

ছোট ছোট বাক্যে পাঠকদের কল্পরাজ্যে পৌঁছে দেয়া সুচতুর কথাসাহিত্যিকদের অদ্ভুত ক্ষমতা। গল্পের যাদুকরী গাঁথুনিতে তারা হ্যাঁমিলিনের বাঁশিওয়ালার ন্যায় পাঠকদের এমন জায়গায় টেনে নিয়ে যান যে, সেখান থেকে গল্প শেষ না করে পাঠকের ফেরত আসা অসম্ভব প্রায়।

বলছিলাম কথাসাহিত্যিক ও কবি হাসান জাকিরের কথা। এমনি এক সম্মোহনী ক্ষমতার অধিকারী তিনি। যার স্বাক্ষর ইতোমধ্যেই রেখেছেন দিনি সাহিত্যের বিভিন্ন অঙ্গনে। 

অমর একুশে বইমেলা ২০২৫ এ তার ৩টি নতুন বই এসেছে। চমৎকার প্রচ্ছদে ভিন্ন ভিন্ন প্রকাশনীতে প্রকাশিত তার বইগুলো পাওয়া যাবে একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে।

১. নিঝুমপুরে একরাত্রি 

কিশোর উপন্যাস। রোমাঞ্চকর এডভেঞ্চার কাহিনি। বইটির পরতে পরতে থ্রিল। টানটান উত্তেজনায় ভরা বইটি একবার পড়া শুরু করলে শেষ না করে উঠতে ইচ্ছে করবে না। 
পৃষ্ঠা সংখ্যা ৯৬; হার্ড কভার, বইয়ের মূল্য ২৫০ টাকা, হ্রাসকৃত মূল্য ১৮৫ টাকা। 
প্রকাশকঃ চমনপ্রকাশ। বইমেলায় স্টল নং ৩৮০ 

২.    রুপালি ছায়াবীথি  

ছোটগল্পের সংকলন গ্রন্থ। বইটিতে সর্বমোট ১১টি ছোটগল্প স্থান পেয়েছে। গল্পগুলোর বিষয়বস্তুতে যেমন রয়েছে ভিন্নতা, তেমনি নানামুখী চরিত্রের উপস্থাপন বইটিকে করেছে হৃদয়গ্রাহী। এখানে প্রান্তিকজনের গল্প যেমন আছে, তেমনি আছে প্রেম-ভালোবাসার গল্প, রয়েছে কমেডি, জটিল জীবনের আখ্যান। প্রতিটি গল্প পাঠককে এক ভিন্ন জগতে নিয়ে যাবে।  
পৃষ্ঠা সংখ্যা ১২৮; হার্ড কভার, বইয়ের মূল্য ৩০০ টাকা, হ্রাসকৃত মূল্য ২২৫ টাকা। 
প্রকাশকঃ ভাষাতরী প্রকাশন। বইমেলায় চমনপ্রকাশের এর স্টল নং ৩৮০ 

৩.    অনুপদী

অণুকাব্য গ্রন্থ। কবির প্রথম কাব্যগ্রন্থ। বইটিতে বেশ কিছু ছোট ছোট অণু কবিতা স্থান পেয়েছে। কাপলেট কিংবা দোহা, শের কিংবা বয়াত, ডুইলিয়ান কিংবা চুনলিয়ান যুগল এ ডিসটিসগুলো ছন্দযুক্ত এবং ছন্দমুক্ত মন্ত্রের মতো প্রভাব বিস্তার করতে সক্ষম। এজাতীয় ক্ষুদে কবিতাকেই কবি হাসান জাকির অনুপদী বলেছেন। এজাতীয় শ্লোক-পঙত্তি এক নিমিষে মন্ত্রের মতো উচ্চারিত হলেও বুকের গভীরে ঝড় তোলে বৈশাখি মেঘের বেগে। ভাষায় ছোট হলেও ভাবে সে অশেষ।
পৃষ্ঠা সংখ্যা ৬৪; হার্ড কভার, বইয়ের মূল্য ২০০ টাকা, হ্রাসকৃত মূল্য ১৫০ টাকা। 
প্রকাশকঃ ভিন্নমাত্রা প্রকাশনী। বইমেলায় স্টল নং ৪২০

সবার দেশ/এমকেজে