Advertisement

শামীমা নাসরিন

প্রকাশিত: ২১:৩০, ২৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২২:১৭, ২৬ ডিসেম্বর ২০২৪

শামীমা নাসরিনের একগুচ্ছ কবিতা

শামীমা নাসরিনের একগুচ্ছ কবিতা
ছবি: সবার দেশ

অনুভূতি 

আমার শোণিতধারায় 
বইছো তুমি 
যেন চন্দ্র-সূর্য সব 
বশে বশীভূত 
আমারই তন্দ্রালয়ে । 
তুমি যেন 
অন্য কোন মানুষ 
পৃথিবী বহির্ভূত 
আমার হৃদয়ে বাঁধিয়া তোমাকে 
করেছি নিজের মতো 
কল্পনার চেয়েও অধিক 
অবগত।

 

শর্তবিহীন ভালোবাসা 

তোমার বিচরণ 
আমার হৃদয়ে 
আমার দেহাভ্যন্তরে 
তোমার বসবাস 
আমার নিশ্বাসে, আমার বিশ্বাসে। 
আমার লেখায়,
প্রতিটি চলন্ত কবিতায় 
আমার প্লাবিত প্রেমে 
শর্তবিহীন ভালোবাসায় 
নতুন করে শর্ত দিয়েছ 
নতুন করে তুমি আশায়।

 

আমি যুদ্ধ দেখিনি 

আমি যুদ্ধ দেখিনি 
তবু অনুভব করি 
ঐ শহীদদের ব্যথা। 
আমি যুদ্ধ দেখিনি 
তবু বুকে বাজে 
সেই হাজারে সন্তানহারা 
মায়ের আহাজারি । 
আমি ব্যথিত হই  
সেই বীরাঙ্গনার 
ত্যাগের ইতিহাসে, 
আমি যুদ্ধ দেখিনি
তবু ভাবি এদেশের কথা 
আমি যুদ্ধ দেখিনি 
তবু অনুভব করি 
লাখো শহীদের রক্তের বিনিময়ে যে দেশ 
সে দেশের  কথা। 
আমি যুদ্ধ দেখিনি 
তবু ভাবনায় এ সোনার বাংলা 
আমি যুদ্ধ দেখিনি 
তবু আমি, 
গানের সুরে সুর মিলিয়ে গাই 
আমার সোনার বাংলা 
আমি  তোমায় ভালোবাসি।