Advertisement

মোহাম্মদ জাফর ইসলাম

প্রকাশিত: ০১:৩৮, ২৭ ডিসেম্বর ২০২৪

পরিচয়

পরিচয়
ছবি: সবার দেশ

তুমি ব্রক্ষ্মান্ডের ভাসমান ভেলায়
উড়ে উড়ে দেখ যতো সৃষ্টির লীলা-খেলা!
মিল্কিওয়ে থেকে এন্ড্রোমেডা,
সুপারভার্স হতে মাল্টিভার্স আরো কতো কী? 

হিসাবের খাতায় লিখো
ট্রিলিয়ন,কোয়াড্রিলিয়ন কুইন্টিলিয়ন,
সেক্সটিলিয়ন....ডিসিলিয়ন.. আরো কতশত!
সায়েন্টিফিক ক্যালকুলেটর! 
কিংবা সুপার কম্পিউটারে মেলেনা হিসাব। 
মেলেনা মহাজাগতিক মহাসৃষ্টির আদ্যপান্ত!

হিমালয়ের মাউন্ট এভারেস্ট যদি
মারিয়ানা ট্রেঞ্চে ডুবিয়ে দাও,
একটুও ক্ষতি নেই অসীম সাগর- মহাসাগরের ।
ফিজিক্স আর বায়োলজির 
গালগল্পে হিসাব মেলাও 
মহাকাশ থেকে মহাসমুদ্রের 
আর যত প্রাণবাহী প্রাণীকূল!

তোমার হাতে থাকে একটি বাটন,
যা দিয়ে তুমি ধ্বংস করে দিতে পারো 
হাজার বছরের সভ্যতা,
রক্তবন্যায় সৃষ্টি করতে পার কতশত রক্তগঙ্গা!
তোমার উন্মাদনায় মহাসৃষ্টি উথলে উঠছে! 
মহাহুংকার ধ্বনিত হচ্ছে আকাশে বাতাসে!

তোমার পরিচয় তুমি মানুষ
তুমি সৃষ্টিবিনাশী মহাসৃষ্টি। 
তুমি অজানার পিছু ছুটছো,
অথচ নিজের ব্যাপারে বে-খবর!
তোমার সৃষ্টির কোন ক্ষমতা নেই।
তুমি একজনের সৃষ্টি,মহাসৃষ্টির স্রষ্টা তিনি!
যিনি তোমাকে নিয়ে খেলছেন!
অবারিত করেছেন তোমার দৃষ্টি,
সীমাবদ্ধ করে দিয়েছেন সময়!
তোমাকে তারই দিকে ফিরে যেতে হবে!