Header Advertisement

Sobar Desh | সবার দেশ জান্নাতুল ফেরদৌস

প্রকাশিত: ০০:১৮, ২৩ মার্চ ২০২৫

কবিতা

আয়োজন

আয়োজন
ছবি: সবার দেশ

বৈচিত্র্যময় বাঁধনে বাঁধা!
খোদা প্রদত্ত আত্ম-জীবন!
নির্ধারিত জানিয়াও,,,
এ যেন চলে,,,
বৃথা মেলার আয়োজন!

স্বচ্ছ ফ্রেমের ক্যানভাসে,
অতিথি পাঠায় ক্ষুদে বার্তা !

ক্ষেত্রবিশেষে বরণ করিতে,,,
যত আনন্দ-উচ্ছ্বাস!
বিপরীতে কেনো তীব্র ক্রন্দন!
কেনো এতো কষ্ট-ক্লেশ!

ক’জন সে রহস্যের জট খুলে,
অনুধাবনে জীবন গড়ে!
অথচ সময় বহিয়া যায়,,,
নিয়তির লীলাখেলায়!

কে আমি?
কিসের তরে জীবন আমার!
কেনো এমন জন্ম?

উত্তর না পড়িয়া,
হলে আসিয়া দেখি,,
পাস করিতে পথভ্রস্টদের কাড়াকাড়ি!

কি নির্দেশ ছিলো জীবনবিধাতার!
অথচ আমি চলিয়াছি কী?
জীবন সাজাইয়াছি কখনও পাগলাঘোড়া!
কখনও বা গন্তব্যহীন এক তরী!

দুনিয়ার পরীক্ষাগারে,
ফেতনারা প্রতিনিয়ত রশি ফেলে।
ঈমানের যুদ্ধে কেউ বা বিজিত হয়!
কেউ বা তলিয়ে যায় অতল গহ্বরে!

জান্নাতে যাওয়া অবধি চলে,
সে পরীক্ষার বন্যা!
তাই কি আগমনে এতো করুণার সুর!
হিসেবের আতংকে বাজে বিরহের বীণা!

সাবধান মানব!
সামনে জবাবদিহির কাঠগড়া!
হক পথ ছাড়িয়া যদি বাতিল পথ বাতলাও,

জীবনসায়াহ্নে-
জাতি-ধর্ম- বর্ণ নির্বিশেষে,
সব আয়োজন বৃথা যাবে,
মৃত্যুর মিছিলে!

গ্রীনরোড,ঢাকা