Header Advertisement

Sobar Desh | সবার দেশ মুহাম্মদ মনিরুজ্জামান


প্রকাশিত: ০১:২৩, ২৮ মার্চ ২০২৫

আপডেট: ০৫:২৭, ২৮ মার্চ ২০২৫

কবিতা

সত্যিকার স্বাধীনতা 

সত্যিকার স্বাধীনতা 
ছবি: সবার দেশ

অদ্ভুত আঁধার সময় এখন
ভোরের আলোর বিপরীতে 
কতক পুরুষ স্বাধীনতা খোঁজে
অসহায় নারীর নরম নাভিতে।

পথের কুকুর ভীষণ লজ্জিত
শাহবাগ চত্বরে নারীর নগ্নতায়
কিছু নির্বোধ নারী সেখানে তাদের
যৌনাঙ্গের স্বাধীনতা চায়।

তবুও পতাকায় কখনো কখনো
স্বাধীনতা উঠে আসে সসম্ভ্রমে
সত্যিকার স্বাধীনতা বেঁচে ফিরে
চব্বিশের বাঙালির বাহুর বিক্রমে।

২৬-০৩-২০২৫