হৃদয়তায় বিপ্লব
পরাবাস্তব মহাশূন্যে একটু জিরাবো বলে
বসলাম ঋগ্বেদীয় দেবদেবী ইন্দ্রের গা ঘেঁষে।
পাশের বসেছেন দেবতা অগ্নি, সোম ,বিশ্বদেব, উল্টোদিকে অশ্বিদ্বয়, মরুৎগণ, বরুণ।
তুমুল তর্কের ঝড় তুলছিলেন কোপার্নিকাস,
বিষয়- আধুনিকতার নামে কি চলছে
মদ্যপ জ্যোতিষীয় চর্চায় ভগ্ন জ্যোতির্বিজ্ঞানে?
কর্পোরেট সংজ্ঞাপনে-
ইথারীয় তান্ত্রিকমতে উপমহাদেশে প্রাচীন সিন্ধু সভ্যতার অন্তর্ভুক্ত পরবর্তী হরপ্পা যুগকে খোঁজেন।
দেবতা সূক্ত-দ্রষ্টা ঋষিদের মননে ফাঁকা একটি শূন্যস্থান
মিলিয়ন কণায় থাকে যাদের মুদ্রাস্ফীতি।
হাইড্রোজেন ও হিলিয়ামের প্লাজমা শূণ্য বেশ্যায়ন।
নিকোলো মেকিয়াভেলী চুরুটে ধোঁয়া
তুলতে তুলতে ডাকলেন দেবতাদের,
এলেন- জ্যেষ্ঠা, কৃত্তিকা, মৃগশিরা, উত্তরাষাঢ়া,
অশ্বিণী, শতভিষা, স্বাতী ।
আলোচনা আবার শুরু হলো....
লিগ্যল আর্গুমেন্টেড ডিসিশন-
একটি কবিতা, একটি ঐক্য, একটি বিপ্লব।