কবিতা
ছায়ামানুষ

বাহির দেখে যায় না চেনা
ভেতর জুড়ে অন্ধকার
নষ্ট হাতে যায় না খোলা
মানবতার বন্ধ দ্বার।
মুখের চেয়ে মুখোশ বেশি
হাঁটছে দেখো ওই কারা
স্বপ্ন ভাঙে ছায়ামানুষ
আপন সাজে খুব যারা।
টুকরো কাঁচে ভাঙা আলো
চেষ্টা তবুও জোড়াতে
হয় না শোধন সব স্বভাবের
গলদ থাকলে গোড়াতে।
১৩-০৪-২০২৫
আরও পড়ুন: সত্যিকার স্বাধীনতা