Header Advertisement

Sobar Desh | সবার দেশ হুমাইরা ঝুমু

প্রকাশিত: ১৭:০৩, ১৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:০৪, ১৬ এপ্রিল ২০২৫

কবিতা

প্রসব 

প্রসব 
ছবি: সবার দেশ

আমি কেন আমার প্রিয় শরীরকে
অন্যের জমিন হতে দিবো? 
যেমন খুশি তেমন করে, করিবে চাষাবাদ 
বক্ষ জুড়ে কেন আমার শুধু 
থাকিবে লাঙ্গলের আঘাত? 
বেদনায় রোদনে আর্ত হবো আমি, 
আমার অস্তিত্ব নিয়ে খেলবে তুমি 
বিবেচনাহীন; নিভে গেলে যাক
পৃথিবীর সব আলো, 
আমরা আবার জ্বালাবো 
প্রদীপ দীপ্ত আলোকচ্ছটা, 
ছিটায় যেমন কৃষক তার
উর্বর ভূমিতে সোনালী স্বপ্নের বীজ।

বুধবার 
১৬-৪-২৫

আরও পড়ুন: তোমারই রাকা