Advertisement

নাসরিন সুলতানা

প্রকাশিত: ০৩:০১, ২২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৭:০৯, ২২ ডিসেম্বর ২০২৪

কাঙ্গাল

কাঙ্গাল
ছবি: সবার দেশ

কারো জন্য এখনো মন খারাপের কারণ হতে পারা 
তোমার সৌভাগ্য! 

এখনো হৃদয়টাকে দুমরে মুচড়ে 
লোপাট করে দেয়ার ক্ষমতা রাখো, 
সেটাও তোমার সৌভাগ্য!

ইচ্ছে হলেই আকাশ সমান প্রেম জাগিয়ে-
দুই চরণ কবিতা লিখার মতো মানসিকতা তৈরি করে দিতে পারো, 
সেটাও তোমার সৌভাগ্য!

সন্ধ্যে হলে পুকুর পাড়ে নির্ভরতার-
নিঃশ্বাস নিয়ে খুঁজে বেড়াই,
সেটাও তোমার সৌভাগ্য!

এখনো দক্ষিণের আঙ্গিনায় বসে দূর গগনে নীল দিগন্তে 
তোমার সুবাস খুঁজে পাবো বলে অপেক্ষায় থাকি,
সেটাও তোমার সৌভাগ্য!

আচ্ছা,কখনো কারো হৃদয়ে সাথে হৃদয় ছুঁয়ে 
মন ভালো করার মতো সৌভাগ্য হয়েছে তোমার? 

হয়েছে কারো চোখের জল মুছে ছলছল চোখে 
ও ঠোঁটে মিষ্টি একটা হাসি খুঁজে দেয়ার সৌভাগ্য? 

হবেই বা কেন? হৃদয়টাই তো কাঙ্গাল?
ভালোবাসা নেয়ার কাঙ্গাল! 
সুখ কেঁড়ে নেয়ার কাঙ্গাল! 

মানসিক শান্তি কেঁড়ে নেয়ার কাঙ্গাল! 
অন্যের দুঃখ নীরবে সইতে পারার কাঙ্গাল!

সম্পর্কিত বিষয়: