সাদা-কালো ভাবনা
পারিনা বন্ধু সত্যে লাগাতে মিথ্যার কোনও রঙ
কাউকে খুশি করিতে পারিনা নিজেকে সাজিয়ে সঙ।
সাদাকে আমি সাদা-ই বলি অন্ধকারকে কালো
কেউ খুশি হউক, কি'বা বেজার, কি'বা না লাগুক ভালো।
সোজা আমি ভাই, সরল রেখায় সহজ পথেই চলি
দেখিতে যা পাই, কানে যাহা শুনি, অকপটে তাই বলি।
সত্য কভু ঢাকিনি বন্ধু মিথ্যার আবরণে
কালো আর ধলো, ছোট আর বড়ো নেই ভেদ কারো সনে।
যে ভাই যেটুকু তাহাই বলি, কাউকে ছোট বা বড়ো-
করি না কভু, যতই করুক শত প্রলোভন জড়ো।
কে মজুর-কৃষক, জেলে-তাঁতি, কে সেজে মহাজন
স্বার্থের তরে স্তরে স্তরে কারা করেছে বিভাজন?
আমি তো বন্ধু তোমাদেরই লোক, তোমারই আপন ভাই
এক আকাশের নিচে- একই শ্রষ্টার কোরাশ গাই।
না-ই বা হলাম কারো প্রিয়জন মিথ্যার বেসাতি গেয়ে
তৃপ্ত আমি, সিক্ত- কঠিন সত্যের জলে নেয়ে।
লেখক: কবি, গীতিকার ও সংবাদকর্মী