Advertisement

আবু ইউসুফ


প্রকাশিত: ০১:৪৮, ১ জানুয়ারি ২০২৫

আপডেট: ০২:৫২, ১ জানুয়ারি ২০২৫

নতুনের আহ্বান

নতুনের আহ্বান
ছবি: সবার দেশ

নতুন ভোরে সূর্য হাসে, পথের বাঁকে ঝরছে আলো,
নতুন বছর ডাক দিয়ে যায়, স্বপ্ন দেখায়, ঘুচায় কালো।
পুরান দিনের ক্লান্তি ফেলে পেছন রেখে সকল দ্বিধা,
নতুন পথের কাব্যগাঁথা জীবন খুঁজি সরল সিধা। 

শীতল বায়ুর মৃদু ছোঁয়ায় মন জুড়ানো এই আহবান,
নতুন বছর হয় যেনো সব স্বপ্ন গড়ার সফল সোপান।
স্বপ্ন গাঁথা সব সারথী হৃদয় জুড়ে মশাল জ্বালো,
'ভালোবাসি' এই তুলিতে সবাই মুছি গহীন কালো।

দুঃখটাকে অতীত রেখে আজ করি তা স্মৃতির কপাট
নতুন জীবন গড়তে নতুন সূর্যটাকে করি লোপাট।
হোক সূচনা নতুন দিনের, আলোর পথে উড়ুক ঘুড়ি 
নতুন বছর নতুন আশা থাকুক সবার হৃদয় জুড়ি।

আর নাহি চাই কোন সাথীর এই ভূবনে স্বপ্নঝরা,
কাটুক আঁধার হাজতবাসের, স্বপ্নবাজের হৃদয় খরা।
নয়া রবি পথ দেখাবে, আলো হয়ে উঠবে সাথী,
নতুন বছর ডাক দিয়েছে, স্বপ্নভরা কণ্ঠে মাতি।

০১০১২০২৫
আহমেদ নগর, ঢাকা।

লেখক: কবি, গীতিকার ও সংবাদকর্মী

আরও পড়ুন: তুমি আসবে জানিসাদা-কালো ভাবনা