Advertisement

মুহাম্মদ মনিরুজ্জামান


প্রকাশিত: ১৮:৫৮, ৮ জানুয়ারি ২০২৫

অপকর্মের অম্বলতা

অপকর্মের অম্বলতা
ছবি: সবার দেশ

দেশটা ছিলো দুলাভাইয়ের
দেশটা ছিলো মামার
দেশটা ভরার জন্য বহু
পকেট ছিলো জামার।

দেশটা ছিলো খালু চাচার
দেশটা ছিলো আপার
যাকেতাকে বকতে ভীষণ 
জোরও ছিলো চাপার।

ধার করে আয় করেছিলাম
হনুমানের ন্যাচার
ছকও আঁকা ছিলো এ দেশ
পাশের দেশে বেচার।

হঠাৎ দেখি মামা চাচা
আপারা কেউ নাই
কোনোরকম বেঁচেবর্তে 
গর্তে হলো ঠাঁই। 

মাটি খেয়ে চাটি খেয়ে
পেটটা গেছে ফেঁপে 
কখন জানি আজরাইলে
ঘাড়টা ধরে চেপে।

অপকর্মের অম্বলতার
ওষুধও নাই হাতে
দিন কেবলই কাটছে এখন
গোপন অশ্রুপাতে।

অনেক পাপের পরিতাপের
হয়তো হবে শেষ
ওঠলে গড়ে শান্তি সুখের
নতুন বাংলাদেশ। 
০৮-০১-২০২৫