কবিতা
কেমন আছো মামু
- কেমন আছো মামু?
- ভাবতাছি এই দেশটা ছাইড়া
কোন মুলুকে যামু!
প্যাডেল মারি সারাটা দিন
তবু বাড়ে- যাপিত ঋণ
মহাজনের জমা দিয়া-
হাতে যেটা থাকে
সেটা দিয়া হয় না তো ভাত
দুঃখ কমু কাকে?
মাছ-গোস্ত চাই না পাতে
আমরা খুশি ডালে-ভাতে
ডালও নাই ভাতও নাই
খিদা লাগলে খামু!
ভাবতাছি কোন দেশে গেলে
থালভরা ভাত পামু!